এক্সপ্লোর
Salman Khan’s 'Radhe': সলমন খানের 'রাধে' ছবিতে ভিলেন হয়েছিলেন, জানেন ইনি কে?
সলমন খানের 'রাধে' ছবিতে ভিলেন হয়েছিলেন, জানেন ইনি কে?
1/6
![১৩ মে মুক্তি পেয়েছে সলমন খানের রাধে ছবিটি। সলমন বাদে এই ছবিতে অনেক চরিত্র রয়েছে যারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তেমনই একটি চরিত্র হল লোটা। চরিত্রে অভিনয় করেছেন সঙ্গয় শেলত্রিম। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
১৩ মে মুক্তি পেয়েছে সলমন খানের রাধে ছবিটি। সলমন বাদে এই ছবিতে অনেক চরিত্র রয়েছে যারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তেমনই একটি চরিত্র হল লোটা। চরিত্রে অভিনয় করেছেন সঙ্গয় শেলত্রিম। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
2/6
![ছবিতে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন সঙ্গয়। অনেকেই তাঁর সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করেন। এখানে বলে দেওয়া যাক-- সঙ্গয় প্রাক্তন সেনাকর্মী। তিনি একজন বডিবিল্ডার। এর পাশাপাশি, তিনি একজন নির্মাণ ব্যবসায়ী। এখন অভিনেতা। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ছবিতে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন সঙ্গয়। অনেকেই তাঁর সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করেন। এখানে বলে দেওয়া যাক-- সঙ্গয় প্রাক্তন সেনাকর্মী। তিনি একজন বডিবিল্ডার। এর পাশাপাশি, তিনি একজন নির্মাণ ব্যবসায়ী। এখন অভিনেতা। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
3/6
![অভিনয়ের জগতে সঙ্গয়ের অভিষেক ঘটল রাধে ছবির মাধ্য়মেই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সঙ্গয় জানান, তাঁর জীবন সম্পর্কে। পাশাপাশি তিনি এও জানান, কী করে তিনি এই অভিনয়ের সুযোগ পেলেন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
অভিনয়ের জগতে সঙ্গয়ের অভিষেক ঘটল রাধে ছবির মাধ্য়মেই। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সঙ্গয় জানান, তাঁর জীবন সম্পর্কে। পাশাপাশি তিনি এও জানান, কী করে তিনি এই অভিনয়ের সুযোগ পেলেন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
4/6
![সঙ্গয় বলেন, সলমন খানের সঙ্গে এক সাক্ষাতের পরই তিনি এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। সঙ্গয় বলেন, তাঁর কাছে হায়দার খানের ফোন আসে। বলেন, সলমন তাঁর জন্য একটা চরিত্র ভেবে রেখেছে। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সঙ্গয় বলেন, সলমন খানের সঙ্গে এক সাক্ষাতের পরই তিনি এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। সঙ্গয় বলেন, তাঁর কাছে হায়দার খানের ফোন আসে। বলেন, সলমন তাঁর জন্য একটা চরিত্র ভেবে রেখেছে। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
5/6
![সঙ্গয় ভূটানের প্রাক্তন সেনা অফিসার। ২০১৩ সালে তিনি স্বেচ্ছাবসর নেন। সলমনের সঙ্গে তাঁর ভূটানে দেখা হয়েছিল। সেখানে দুজন ফিটনেস ও বডি বিল্ডিং নিয়ে চর্চাও করেন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সঙ্গয় ভূটানের প্রাক্তন সেনা অফিসার। ২০১৩ সালে তিনি স্বেচ্ছাবসর নেন। সলমনের সঙ্গে তাঁর ভূটানে দেখা হয়েছিল। সেখানে দুজন ফিটনেস ও বডি বিল্ডিং নিয়ে চর্চাও করেন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
6/6
![সঙ্গয় জানান, তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে কথা বলেন সলমন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সঙ্গয় জানান, তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে কথা বলেন সলমন। (ছবি সৌজন্য ইনস্টাগ্রাম)
Published at : 22 May 2021 12:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)