এক্সপ্লোর
Nandana Dev Sen: অমর্ত্য সেনের মেয়ে নন্দনা দেব সেন সম্পর্কে অজানা কিছু তথ্য

নন্দনা দেব সেন
1/10

সঞ্জয়লীলা বনশালির ছবি 'ব্ল্যাক' দিয়ে বলিউডে অভিনয় কেরিয়ার শুরু নন্দনা দেব সেনের।
2/10

'ব্ল্যাক' ছবিতে রানি মুখোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেন।
3/10

শুধু অভিনয় নয়, লেখিকা হিসেবেও প্রতিষ্ঠিত নন্দনা দেব সেন।
4/10

নন্দনা দেব সেন নোবেলজয়ী অমর্ত্য সেন এবং নবনীতা দেব সেনের কন্যা।
5/10

বিবেক ওবেরয়ের বিপরীতে 'প্রিন্স' ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
6/10

প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে 'অটোগ্রাফ' ছবিতেও আমরা তাঁকে অভিনয় করতে দেখেছি।
7/10

জন মাকিনসনকে বিয়ে করার আগে 'গজনি' প্রযোজক মধু মন্টেনারের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নন্দনা।
8/10

বাংলা, হিন্দি এবং বহু ইংরেজী ছবিতে অভিনয় করেন নন্দনা।
9/10

অভিনয় এবং লেখার পাশাপাশি শিশু অধিকার রক্ষারও বিভিন্ন কাজ করে থাকেন।
10/10

নন্দনা অভিনীতি 'রং রসিয়া' দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা লাভ করে।
Published at : 21 Sep 2021 06:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
