এক্সপ্লোর
Celebrities in Sarees: পরনে সবুজ শাড়ি, অপরূপা বলিউডের এই অভিনেত্রীরা
বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্টাইলিশ কৃতী শ্যানন
1/6

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্টাইলিশ কৃতী শ্যানন। তাঁর পোশাক, চলাফেরা, আচরণে সবসময় স্মার্ট লুক থাকে। শাড়িতেও সেই স্মার্টনেসের ছোঁয়া দেখা যায়। লং কুর্তার সঙ্গে সবুজ সুতির শাড়ি, পায়ে সাদা স্নিকার্স দিব্যি মানিয়ে গিয়েছে কৃতীকে।
2/6

করিনা কপূরও বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শাড়িতে তাঁকেও মোহময়ী লাগে। সবুজ সিল্কের শাড়ির সঙ্গে নেকলেসে সুন্দর দেখতে লাগছে করিনাকে।
Published at : 26 May 2021 09:28 PM (IST)
আরও দেখুন






















