এক্সপ্লোর
নতুন বাড়িতে বড় মেয়ে নিশার জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন সানি লিওনে? দেখুন ছবিতে

সন্তানদের সঙ্গে সানি লিওনে ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার
1/12

৬ বছরে পা দিল বলিউড ডিভা সানি লিওনে ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের বড় মেয়ে নিশা কৌর ওয়েবার।
2/12

মুম্বইয়ের নতুন বাড়িতে ঘনিষ্ট অতিথিদের উপস্থিতিতে নিশার জন্মদিন সেলিব্রেট করলেন তাঁরা।
3/12

নিশার জন্মদিন সেলিব্রেশনের ছবি ভরে রয়েছে সানি লিওনে এবং তাঁর স্বামীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
4/12

অবিনেত্রীর অনুরাগীরাও ছোট্ট নিশাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
5/12

২০১৭ সালে মহারাষ্ট্রের একটি অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নেন সানি লিওনে ও তাঁর স্বামী ড্যানিয়েল।
6/12

আরও দুই সন্তান রয়েছে এই তারকা দম্পতির।
7/12

৬ বছরের জন্মদিনে নিশাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন সকলে।
8/12

দুই ভাইবোনের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত নিশা।
9/12

মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সানি লিওনে লেখেন, 'শুভ জন্মদিন আমার স্পেশাল মেয়ে নিশা। বাবা-মা দুজনেি তোমাকে খুব ভালোবাসে।'
10/12

তিনি আরও লেখেন, 'দেখতে দেখতে ৬ বছর বয়স হয়ে গেল তোমার। কত বড় হয়ে গেলে। আমি তো ভাবতেই পারছি না।তুমি আমাদের জীবনে আশার আলো এনে দিয়েছো।'
11/12

নিশার বয়স যখন মাত্র ২১ মাস, তখন তাঁকে দত্তক নেন সানি লিওনে ও তাঁর স্বামী।
12/12

মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ড্যানিয়েল ওয়েবারও।
Published at : 16 Oct 2021 11:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
