এক্সপ্লোর
Roohi Promotions: ছবির প্রচারে দিল্লি মাতালেন জাহ্নবী, সঙ্গে বরুণ
ছবির প্রচারে দিল্লি মাতালেন জাহ্নবী, সঙ্গে বরুণ
1/7

১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রুহি। তার আগে ছবির প্রচারে দেখা জোর দিতে দেখা গেল অভিনেতাদের। মিডিয়া প্রোডাকশনের সময় অভিনেত্রী জাহ্নবী কপূরকে। প্রিয় তারকাদের দেখতে চারদিকে ভিড় করেন অনুরাগীরা।
2/7

প্রচারের অঙ্গ হিসেবে সম্প্রতি জাহ্নবী কপূর, বরুণ শর্মা দিল্লির কনট প্লেসে গিয়েছিলেন। সেখানে দুরন্ত মুডে দেখা গেল দুজনকে। দুজন সেখানে অনেক মজা করেন।
3/7

কনট প্লেসে দাঁড়িয়ে দারুন দারুন পোজ দিলেন বরুণ। অফ হোয়াইট শাড়িতে দারুন দেখাচ্ছিল জাহ্নবীকে।
4/7

বরুণ ও জাহ্নবী-- দুজনকেই বেশ অন্যরকম লাগছিল। সাধারণত, সংবাদমাধ্যম এড়িয়ে চলেন জাহ্নবী। তবে, এবার ছবির প্রচারে তিনি জোরকদমে লেগে পড়েছেন।
5/7

এটা জাহ্নবীর দ্বিতীয় ছবি, যা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এর আগে, তাঁর প্রথম ছবি ধড়ক প্রায় ২ বছর আগে মুক্তি পেয়েছিল।
6/7

যদিও, জাহ্নবী আরও একটি ছবি গুঞ্জন সাক্সেনা মুক্তি পেয়েছে। কিন্তু, লকডাউনের ফলে, তা শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।
7/7

তবে, এবার ১১ মার্চ, বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হরর কমেডি ছবি রুহি। এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী তারকারা। ছবিতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাও-কেও।
Published at : 05 Mar 2021 11:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















