এক্সপ্লোর
Kolkatar Harry: প্রসেনজিৎ, প্রিয়ঙ্কা, সোহম, জিৎ গঙ্গোপাধ্যায়, 'কলকাতার হ্যারি'-র ট্রেলার রিলিজের ঝলক

কলকাতার হ্যারির ট্রেলার লঞ্চে চাঁদের হাট
1/11

'কলকাতার হ্যারি'-র ট্রেলার মুক্তির দিন টলিউড তারকাদের 'চাঁদের হাট'। হাজির রইলেন সোহম চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, জিৎ গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হল অনুষ্ঠান।
2/11

এই গল্প কার্যত বাস্তব জীবনের প্রতিচ্ছবি। গল্পের মুখ্যভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী। তাঁর বিপরীতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে।
3/11

সোহমের এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
4/11

কলকাতার একটি নামি স্কুলের কার পুলের ড্রাইভার তিনি। নাম, হরিনাথ পত্র। স্কুলে নিয়ে যেতে বাচ্চাদের ম্যাজিকের গল্প বলেন তিনি। তাঁর গাড়ির ভিতরটাও দারুণ সাজানো, ঠিক যেন ম্যাজিকের মঞ্চ। আর হরিপদ সেখানকার 'হ্যারি পটার'।
5/11

জে কে রাউলিংয়ের সেই বিদেশি ম্যাজিক চরিত্রের দারুণ ভক্ত হরিপদ। তাঁর হাতে থাকে যাদু ছড়ি আর ঠোঁটের ডগায় 'উইঙ্গার্ডিয়াম লেবিয়ৌসা'। কিন্তু হারমায়োনির সেই স্পষ্ট উচ্চারণের মন্ত্র হ্যারি পটারদের অনেক বিপদ থেকে মুক্ত করলেও বাঁচাতে পারেনি হরিনাথকে। তাঁর বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আসে।
6/11

একরত্তি এক মেয়েকে হেনস্থার অভিযোগ আসে কারপুল ড্রাইভার হরিপদর বিরুদ্ধে। চাকরি থেকে সাময়িকভাবে নির্বাসিত করা হয় হরিপদকে। তারপর? ম্যাজিকে হাত ধরেই তো বন্ধুত্বের সাঁকো গড়ে উঠছিল তাঁর আর মোহরের।
7/11

কে মোহর? তিতলির থেকে ১৪ বছরের বড় দিদি। আর তিতলিকেই নাকি হেনস্থা করেছে হরিপদ? তাঁর ওপর বিশ্বাস হারায় না মোহর। বিশ্বাস হারায় না আরও অনেক অভিভাবকই। শুরু হয় কলকাতার হ্যারির নিজেকে সঠিক প্রমাণের লড়াই।
8/11

সদ্য মুক্তি পেয়েছে 'কলকাতার হ্যারি'-র ট্রেলার। মুখ্যচরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে প্রযোজনাও করছেন সোহম চক্রবর্তী। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি।
9/11

ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ। শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন সোহম।মাস্টার বিট্টুর হিসাবে পরিচিতি পেয়েছিলেন, এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি।
10/11

সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরকে। ছবিতে অন্যান্য চরিত্রে অরিন্দম গুহ, লাবনী সরকারের প্রমুখ পরিচিত মুখ অভিনেতা-অভিনেত্রীর দেখা মিলবে।
11/11

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও।
Published at : 01 Apr 2022 08:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
