এক্সপ্লোর
Kolkatar Harry: প্রসেনজিৎ, প্রিয়ঙ্কা, সোহম, জিৎ গঙ্গোপাধ্যায়, 'কলকাতার হ্যারি'-র ট্রেলার রিলিজের ঝলক
কলকাতার হ্যারির ট্রেলার লঞ্চে চাঁদের হাট
1/11

'কলকাতার হ্যারি'-র ট্রেলার মুক্তির দিন টলিউড তারকাদের 'চাঁদের হাট'। হাজির রইলেন সোহম চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, জিৎ গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হল অনুষ্ঠান।
2/11

এই গল্প কার্যত বাস্তব জীবনের প্রতিচ্ছবি। গল্পের মুখ্যভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী। তাঁর বিপরীতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে।
Published at : 01 Apr 2022 08:51 AM (IST)
আরও দেখুন






















