এক্সপ্লোর
Madhumita-Riddhi: স্বাধীনতা দিবসের পোস্টে ভারতবর্ষ বানানই ভুল! মধুমিতাকে চাঁচাছোলা আক্রমণ ঋদ্ধির, পরে মুছলেন পোস্ট!
Madhumita Sircar News: ভুল বুঝতে পারার পরে অবশ্য দুটোই শুধরে নেন মধুমিতা। তবে ততক্ষণে তা স্ক্রিনশট হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

ভুল বুঝতে পারার পরে অবশ্য দুটোই শুধরে নেন মধুমিতা
1/10

স্বাধীনতা দিবসের ছবি পোস্ট করতে গিয়ে বিপত্তি, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sircar)। এমনকি তাঁকে কটাক্ষ করলেন সহ অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)-ও।
2/10

ঠিক কী ঘটেছে? ১৫ অগাস্ট, সকালবেলা সাদা পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা সরকার।
3/10

আর সেখানেই রয়ে গেল, দুটি বিষম বানান ভুল! দিবস আর ভারতবর্ষ, পোস্টে দুটি বানানই ভুল লিখেছিলেন মধুমিতা।
4/10

ভুল বুঝতে পারার পরে অবশ্য দুটোই শুধরে নেন মধুমিতা। তবে ততক্ষণে তা স্ক্রিনশট হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
5/10

মধুমিতার বানান ভুল নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট করেন কৌশিক সেন পুত্র ঋদ্ধি। সেই পোস্টে তিনি অভিনেত্রীকে সামাজিক সংযোগ, শিক্ষা ইত্যাদি নিয়ে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন।
6/10

সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধির এই পোস্ট ভাইরাল হয়ে যায়। নাম না করলেও ঋদ্ধির এই পোস্ট যে মধুমিতাকে নিয়ে, তা বুঝতে বাকি থাকে না কারোরই।
7/10

পাল্টা প্রত্যুত্তর অবশ্য করতে ছাড়েননি মধুমিতাও। তিনি বার্তা দিয়েছেন যে তিনি ঋদ্ধির শিক্ষা নিয়ে কোনও প্রশ্ন তুলবেন না কারণ সেটা তুললে ঋদ্ধিরই পরিবারের দিকে আঙুল উঠবে।
8/10

মধুমিতার কথায় ঋদ্ধির মা রেশমি সেন একটি ধারাবাহিকে তাঁর মায়ের অভিনয় করেছিলেন, সেই কারণেই তিনি তাঁর অপমান করতে চান না। সেই কারণেই ঋদ্ধির দিকে পাল্টা আক্রমণ শানাতে চান না অভিনেত্রী।
9/10

পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন ঋদ্ধি, বার্তা দেন, তিনি ঘৃণা ছড়াতে চান না নতুন করে। রাজ্যের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই নতুন করে বিতর্ক না তৈরি করার জন্যই ঋদ্ধির এই পদক্ষেপ।
10/10

তবে কেবল বানান ভুল নয়, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে স্বাধীনতা দিবসে ফটোশ্যুট করার জন্যই ট্রোলিংয়ের মুখে পড়েছেন মধুমিতা সরকার।
Published at : 15 Aug 2024 09:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
