এক্সপ্লোর
Phulki: বাস্তবেও 'ফুলকি'-কে শাসন করেন রোহিত! কী হয়েছিল প্রথমদিন শ্যুটিংয়ে?
Phulki Serial: প্রথম ধারাবাহিকেই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী দিব্যাণি মণ্ডল। ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যায় তাঁকেই।

প্রথম ধারাবাহিকেই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী দিব্যাণি মণ্ডল।
1/10

পায়ে পায়ে এক বছর পার করে ফেলল ধারাবাহিক 'ফুলকি'। কেক কেটে উদযাপন হল ধারাবাহিকের সাফল্যের।
2/10

প্রথম ধারাবাহিকেই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী দিব্যাণি মণ্ডল। ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যায় তাঁকেই।
3/10

দিব্যাণির বিপরীতে, রোহিতের চরিত্রে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিষেক বসুকে। তাঁদের জুটিটা ধারাবাহিকের পর্দায় খুবই প্রিয়।
4/10

ধারাবাহিকের এক বছর পূর্তি উপলক্ষ্যে দিব্যাণি বলছেন, 'এটা আমার প্রথম ধারাবাহিক। কখনও ভাবিনি এতটা ভালবাসা পাবো। এখনও খুব মনে পড়ে সেই প্রথম দিনের কথা। প্রোমো শ্যুট ছিল'
5/10

দিব্যাণি বলছেন, 'প্রথমদিন তাজপুরের সমুদ্রের ধারে শ্যুটিং ছিল। প্রথমটা গিয়ে ভাল লাগলেও, যখন রোদ চড়ছে, আমার সব ভাললাগা উবে গেছিল। মনে হচ্ছিল কখন বাড়ি যাব'
6/10

দিব্যাণি আরও বলছেন, 'যখন ধারাবাহিকে অভিনয় করতাম না, মনে হত, কী সুন্দর দেখতে লাগে সবাইকে, কী ভাল। এখানে যুক্ত হওয়ার পরে বুঝতে পেরেছি, কতটা খাটনি থাকে এক একটা ভাল দৃশ্যের পিছনে।'
7/10

অভিষেক বলছেন, 'ধারাবাহিকের মতো বাস্তবেও আমি ফুলকির অভিষেক স্যার। ওকে যথেষ্ট শাসন করি'।
8/10

অভিষেক বলছেন, 'দিব্যাণি সত্যিই অনেকটা খাটে। তবে অনেক রাতে অনেক বড় দৃশ্য দিলে ও একটু ঘ্যানঘ্যান করে। তখন ওকে আমি কখনও বকি, কখনও বোঝাই, কখনও শাসন করি।'
9/10

দিব্যাণিও বলছেন, 'প্রথমদিন এসে মনে হয়েছিল কাজটা সহজ। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি একেবারেই তেমন নয়। প্রচুর খাটনি থাকে নায়ক -নায়িকাদের।'
10/10

এই ধারাবাহিক টিআরপি-র তালিকাতেও বেশ ওপরে। আর তাই, দর্শকদের পছন্দের জোরেই ১ বছর পার করে ফেলল ফুলকি।
Published at : 16 Jun 2024 11:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
