এক্সপ্লোর
Priyanka Sarkar Birthday: ছবিতে প্রিয়ঙ্কা সরকারের কেরিয়ার এক নজরে

প্রিয়ঙ্কা সরকার
1/10

'দাদার আদেশ' ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও বাংলা ছবির অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের প্রথম সফল ছবি 'চিরদিনই তুমি যে আমার'। পরিচালক রাজ চক্রবর্তীর এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন।
2/10

'চিরদিনই তুমি যে আমার'-এর বিপুল সাফল্যের পর অভিনেত্রী হিসেবে বাংলা ছবির পরিচিত মুখ হয়ে ওঠেন প্রিয়ঙ্কা। যদিও ততদিনে ছোট পর্দার দর্শকরা তাঁকে একটু একটু করে চিনতে শুরু করেছেন।
3/10

একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা সরকার। 'খেলা', 'নানা রঙের দিনগুলি' এবং আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে তিনি পরিচিত মুখ।
4/10

'চিরদিনই...'র পর বড় পর্দার নায়িকা হিসেবে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়ঙ্কা সরকারকে। অল্প কিছুদিনের মধ্য়েই তিনি একাধিক ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন।
5/10

অভিনয় করেছেন, 'এই পৃথিবী তোমার আমার', 'প্রতিদ্বন্দ্বী', 'ভালোবাসা জিন্দাবাদ', 'কাগজের বউ' এবং আরও অনেক ছবিতে।
6/10

আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে 'রয়্যাল বেঙ্গল টাইগার' ছবিতে প্রিয়ঙ্কা সরকারের অভিনয় বেশ প্রশংসিত হয়।
7/10

পরিচালক অরিন্দম শীলের ভিন্ন ধারার ছবি 'স্বাদে আহ্লাদে'তে শ্রীলেখা মিত্রের সঙ্গে তাঁর অন্যরকম অভিনয় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।
8/10

পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কা সরকারকে। 'হেমলক সোসাইটি' থেকে 'রাজকাহিনী', নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন তিনি।
9/10

বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও জনপ্রিয় প্রিয়ঙ্কা।
10/10

সম্প্রতি বেশ কিছুদিন আগে এক ওয়েব সিরিজের শ্যুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হন প্রিয়ঙ্কা সরকার। পায়ে গুরুতর আঘাত লাগে। অপারেশনের মাধ্যমে পায়ে প্লেটও বসাতে হয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন ছেলে সহজের জন্মদিনের আগেই। অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Published at : 31 Dec 2021 04:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
