এক্সপ্লোর
Prosenjit Weds Rityparna: নিজেদের নামের আড়ালে ঈপ্সিতা আর ঋষভের বিয়ে দিচ্ছেন ঋতুপর্ণা প্রসেনজিৎ!
Prosenjit Weds Rityparna: প্রসেনজিৎ ঋতুপর্ণা নন, বিয়ে হচ্ছে অন্য কারও!
নিজেদের নামের আড়ালে ঈপ্সিতা আর ঋষভের বিয়ে দিচ্ছেন ঋতুপর্ণা প্রসেনজিৎ!
1/10

ফের বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)! চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি একটা পোস্ট থেকেই শুরু হয়েছিল এই রহস্য। সেই পোস্ট করেছিলেন নায়ক নায়িকা খোদ।
2/10

এরপর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে বিয়ের তারিখ। সেখান থেকেই অনেকে আন্দাজ করেছিলেন, এটি একটি ছবির প্রচার। নতুন ছবি আসতে চলেছে, যাঁর সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।
Published at : 11 Oct 2022 01:37 AM (IST)
আরও দেখুন






















