এক্সপ্লোর
Ranu Mondal Biopic: বায়োপিকের গান রেকর্ডিং সারলেন ভাইরাল সেনসেশন রানু মণ্ডল
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/df8acd51f3daebeb674fc3a8e79a2fff_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গান রেকর্ড করলেন রানু মণ্ডল
1/7
![তৈরি হচ্ছে ভাইরাল সেনসেশন রানু মণ্ডলের বায়োপিক। সেই ছবিতে নিজের গলাতেই দুটো গান গাইলেন রানু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/3134beab828848f6c0c9388a99855a8648c7f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তৈরি হচ্ছে ভাইরাল সেনসেশন রানু মণ্ডলের বায়োপিক। সেই ছবিতে নিজের গলাতেই দুটো গান গাইলেন রানু।
2/7
![রানু মণ্ডলের জীবনী নিয়ে তৈরি ছবির নাম 'মিস রানু মারিয়া'। গান গেয়েই ভাইরাল হয়েছিলেন রানু। ফলে তাঁর বায়োপিকে যে একগুচ্ছ গান থাকবে তা বলাই বাহুল্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/76f3416ba53c07a8d8218bde7cf7fda9dbda3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
রানু মণ্ডলের জীবনী নিয়ে তৈরি ছবির নাম 'মিস রানু মারিয়া'। গান গেয়েই ভাইরাল হয়েছিলেন রানু। ফলে তাঁর বায়োপিকে যে একগুচ্ছ গান থাকবে তা বলাই বাহুল্য।
3/7
![ছবির একাধিক গানের মধ্যে দুটো গান নিজের কণ্ঠেই গাইছেন রানু। মঙ্গলবার হল সেই গানের রেকর্ডিংও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/73a68c026abc854590916a7d2b29068b7149d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবির একাধিক গানের মধ্যে দুটো গান নিজের কণ্ঠেই গাইছেন রানু। মঙ্গলবার হল সেই গানের রেকর্ডিংও।
4/7
![সঙ্গীতশিল্পী সিধু ও সন্দীপ করের সঙ্গীত পরিচালনায় এই দুটি গান গাইছেন তিনি। কলকাতার এক অডিও স্টুডিওয় হল রেকর্ডিং। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/a8f25465e25fdd5ac06b1cfee4d78c441dceb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সঙ্গীতশিল্পী সিধু ও সন্দীপ করের সঙ্গীত পরিচালনায় এই দুটি গান গাইছেন তিনি। কলকাতার এক অডিও স্টুডিওয় হল রেকর্ডিং। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
5/7
![সিনেমায় রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশিকা দে। 'মিস রানু মারিয়া' ছবিটি তৈরি হবে হিন্দি ভাষায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/d30947d58f6c1b9cb234a4a8a0f2a33f20a2d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সিনেমায় রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশিকা দে। 'মিস রানু মারিয়া' ছবিটি তৈরি হবে হিন্দি ভাষায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।
6/7
![পরিচালক বলেন, 'শিল্পী রানু মণ্ডলের জীবনে অনেক টানাপোড়েনের গল্প জড়িয়ে আছে। রেল স্টেশন থেকে মুম্বই পর্যন্ত ওঁর সফর, সেখানে তাঁর সাফল্য সবটাই নিয়ে এই ছবি। এই ছবির জন্য আমি খুবই আশাবাদী।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/1db2f52a657f8379ecd155c475a46ba5db93f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিচালক বলেন, 'শিল্পী রানু মণ্ডলের জীবনে অনেক টানাপোড়েনের গল্প জড়িয়ে আছে। রেল স্টেশন থেকে মুম্বই পর্যন্ত ওঁর সফর, সেখানে তাঁর সাফল্য সবটাই নিয়ে এই ছবি। এই ছবির জন্য আমি খুবই আশাবাদী।'
7/7
![যার জীবনী নিয়ে এই ছবি সেই রানু মণ্ডল কী বললেন? তাঁর কথায়, 'আমার জীবনী নিয়ে সিনেমা হচ্ছে, আমি অত্যন্ত খুশি।' তিনি ধন্যবাদ জানান হৃষিকেশ ও সিধুকে। তিনি বলেন, 'আমার যারা শুভাকাক্ষী তাদের ঈশ্বর ও যীশু মঙ্গল করুন।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/feddadb1e0095dd6fff62c0d489a4026088d1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
যার জীবনী নিয়ে এই ছবি সেই রানু মণ্ডল কী বললেন? তাঁর কথায়, 'আমার জীবনী নিয়ে সিনেমা হচ্ছে, আমি অত্যন্ত খুশি।' তিনি ধন্যবাদ জানান হৃষিকেশ ও সিধুকে। তিনি বলেন, 'আমার যারা শুভাকাক্ষী তাদের ঈশ্বর ও যীশু মঙ্গল করুন।'
Published at : 01 Mar 2022 11:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)