এক্সপ্লোর
Ritabhari Chakraborty: বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে তুলে দিলেন নতুন জামা, কেমন কাটল ঋতাভরীর নববর্ষ?
Poila Baishak: ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি, অপারশক্তি খুরানা, মঞ্চু ওয়ারিয়র, প্রসিড রায়, পাভেল গুলাটি, স্বানন্দ কিরকিরে, পলাশ সেন ও অন্যান্যরা

বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে তুলে দিলেন নতুন জামা, কেমন কাটল ঋতাভরীর নববর্ষ?
1/10

নববর্ষের শুরু তাঁর স্কুলের খুদেদের সঙ্গে। 'দ্য আইডিয়াল স্কুল ফর জেফ'-এর খুদেদের হাতে নতুন জামা তুলে দিয়ে শুরু হল ঋতাভরী চক্রবর্তীর নববর্ষ।
2/10

যে কোনও অনুষ্ঠানেই ঋতাভরী পৌঁছে যান তাঁর স্কুলের ছোটদের কাছে। তাদের সঙ্গে সময় কাটিয়েই শুরু হয় ঋতাভরীর যে কোনও বিশেষ দিন। বেতিক্রম হল না এবারের নববর্ষেও।
3/10

এদিন ছোটদের হাতে নতুন জামা তুলে দেন ঋতাভরী, খাওয়া দাওয়া উদযাপনে কাটান সারাটা দিন।
4/10

সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র ট্রেলার। আর টলিউডের সেই ছবির ট্রেলার সাড়া ফেলল বলিউডেও! ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা।
5/10

কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন। 'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি।
6/10

কেন? সেই উত্তর বোধহয় ইতিমধ্যে সবারই জানা। এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ফুল্লরা হয়ে ওঠার সফরটা নেহাৎ সহজ ছিল না ঋতাভরীর কাছে।
7/10

একটা বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন ঋতাভরী
8/10

আর এই ছবির প্রশংসা করেছেন বলিউডের একাধিক অভিনেতা ও পরিচালকও। ঋতাভরীর এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন সকলেই। 'ফাটাফাটি'-র ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন বলিউডের অন্যতম ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ (Taran Adarsh)-ও। ট্রেলার মুক্তির পরে, এই সাফল্যে উচ্ছ্বসিত ছবির নায়িকা ঋতাভরীও। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খুশি ছড়িয়ে দিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন তাঁর বলিপাড়ার বন্ধুদের।
9/10

স্কুলের ছোটদের সঙ্গে ঋতাভরী, জন্মদিন থেকে শুরু করে সমস্ত আনন্দ অনুষ্ঠান, ঋতাভরীর পরিবারের একটা অংশ স্কুলের এই খুদেরা।
10/10

অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত 'ফাটাফাটি' মুক্তি পাবে মে মাসে। নিজেকে ভালবাসার গল্পই বলবে ঋতাভরীর এই ছবি।
Published at : 16 Apr 2023 12:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
