এক্সপ্লোর
Dev-Rukmini: কটাক্ষের মুখেও অটুট জুটি, দেবের বাড়ির গণেশ পুজোয় পরিবারের সঙ্গে সামিল রুক্মিণী ও
Dev and Rukmini Maitra in Ganesh Puja: সোশ্যাল মিডিয়ায় দেব পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। গোটা পরিবারই সামিল হয়েছিল গণেশ পুজোয়।
কটাক্ষের মুখেও অটুট জুটি, দেবের বাড়ির গণেশ পুজোয় পরিবারের সঙ্গে সামিল রুক্মিণী ও
1/10

সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'ধূমকেতু' লাভের মুখ দেখেছে। পুজোর সময় মুক্তি পাবে নতুন সিনেমা 'রঘু ডাকাত'। তার আগে, বাড়ির গণেশ পুজোয় মগ্ন দেব (Dev)
2/10

সোশ্যাল মিডিয়ায় দেব পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। গোটা পরিবারই সামিল হয়েছিল গণেশ পুজোয়। প্রসঙ্গত, প্রত্যেক বছরই বাড়িতে গণেশ পুজোয় আয়োজন করেন দেব। শুধু গণেশ পুজো নয়, সরস্বতী পুজো সহ একাধিক পুজো হয় দেবের বাড়িতে।
Published at : 28 Aug 2025 10:46 PM (IST)
আরও দেখুন






















