এক্সপ্লোর
Suhana Khan: ইডেনে নাইটদের খেলায় নজর শাহরুখের, মুম্বইয়ের অনুষ্ঠানে নজর কাড়লেন সুহানা
Shah Rukh Khan and Suhana Khan: এর আগে, ইডেনে ম্যাচ দেখতে শাহরুখের পাশেই হাজির ছিলেন সুহানা। আইপিএলের এই সিজনে তিনি ২দিন ইডেনে এসেছিলেন ম্যাচ দেখতে। তবে এদিন শাহরুখের সঙ্গে রয়েছে কেবল ছোট ছেলে আব্রাম।
বেগুনি রঙের একটি অফ শোলডার গাউন পরেছিলেন সুহানা
1/10

আজ কলকাতায় কেকেআরের ম্যাচ, সেখানে হাজির রয়েছেন বাবা শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে অনুপস্থিত সুহানা খান (Suhana Khan)। তিনি মুম্বইয়ের একটি বিপণীর অনুষ্ঠানে নজর কাড়লেন তিনি।
2/10

বেগুনি রঙের একটি অফ শোলডার গাউন পরেছিলেন সুহানা। ইডেনের বক্সে অনুপস্থিত থেকেও আজ মায়ানগরীর অনুষ্ঠানে নজর কাড়ছেন সুহানা। প্রকাশ্যে তাঁর ছবি।
3/10

এর আগে, ইডেনে ম্যাচ দেখতে শাহরুখের পাশেই হাজির ছিলেন সুহানা। আইপিএলের এই সিজনে তিনি ২দিন ইডেনে এসেছিলেন ম্যাচ দেখতে। তবে এদিন শাহরুখের সঙ্গে রয়েছে কেবল ছোট ছেলে আব্রাম।
4/10

ইতিমধ্যেই অভিনয় জগতে পা রেখেছেন সুহানা। 'দ্য আর্চিজ়' ওয়েব সিরিজের মধ্যে দিয়ে। তবে এখনও বড়পর্দায় দেখা যায়নি তাঁকে।
5/10

বার শোনা যাচ্ছে, এই ছবির হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন শাহ-কন্যা সুহানা খান। তবে এখনও সেই ছবির কাজ প্রাথমিক পর্যায়ে।
6/10

আপাতত এই প্রজেক্ট প্রি-প্রোডাকশন স্তরে আছে এবং বড়পর্দায় ফের শাহরুখের প্রত্যাবর্তনকে বিশাল রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।
7/10

২০২৫ সালে সুজয় ঘোষের পরিচালনায় 'কিং' ছবিতে অভিনয় করবেন তিনি। সুজয়ের সঙ্গে সিদ্ধার্থ আনন্দ হাত মিলিয়ে আকর্ষণীয়, অ্যাকশনে ভরপুর ছবি তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর
8/10

সূত্রের আরও খবর, এই ছবির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। তবে এখনও এই খবরে সিলমোহর দেননি শাহরুখ বা সুহানা কেউই।
9/10

সম্প্রতি 'বলিউড হাঙ্গামা'র প্রতিবেদনে বলা হয়, 'কিং' একটি বৈপ্লবিক অ্যাকশনে ভরপুর ছবি হিসাবে তৈরির কথা ভাবা হয়েছে, যার লক্ষ্য এতদিনের সমস্ত প্রত্যাশা ছাপিয়ে যাওয়া।
10/10

আজ কলকাতা থেকে দূরে রইলেন সুহানা, তবুও তাঁর পোশাকে রইল নাইটদের জার্সিরই রং। বেগুনি।
Published at : 29 Apr 2024 10:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















