এক্সপ্লোর
Shikarpur Web Series: খুনের কিনারা করতে গিয়ে সন্দীপ্তার প্রেমে পড়বেন অঙ্কুশ, বাকি গল্প 'শিকারপুর'-এ
Shikarpur Web Series By Ankush: খুনি খুঁজে বের করার দায়িত্ব কাঁধে থাকলেও অঙ্কুশ কিন্তু গোয়েন্দা নন। তিনি হারেন, চেষ্টা করেন.. পাশাপাশি থাকে তাঁর চরিত্রে রয়েছে মজার উপাদানও

খুনের কিনারা করতে গিয়ে সন্দীপ্তার প্রেমে পড়বেন অঙ্কুশ, বাকি গল্প 'শিকারপুর'-এ
1/10

ওয়েব দুনিয়ায় পা রেখেই ফেলুদা, ব্যোমকেশকে চ্যালেঞ্জ জানাচ্ছেন অঙ্কুশ হাজরা? তবে পর্দার সংলাপে, বাস্তবে নয়।
2/10

আগামী ৬ তারিখ মুক্তি পাবে অঙ্কুশের প্রথম ওয়েব সিরিজ শিকারপুর (Shikarpur)। ট্রেলারে ধরা পড়ল গল্পের অংশবিশেষ।
3/10

পর্দায় অঙ্কুশ ওরফে কেষ্টর ওপর ভার পড়ে এক খুনিকে ধরে দেওয়ার। সেই নিয়ে আবর্তিত হবে এই সিরিজের গল্প।
4/10

এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ । প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে। শুধু অঙ্কুশ নয়, ওয়েব সিরিজের কাস্টিংয়ে রয়েছে আরও চমক ।
5/10

প্রথমবার অঙ্কুশের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অঙ্কুশের এই সিরিজে হাতেখড়ি হলেও এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন সন্দীপ্তা।
6/10

এর মধ্যে অধিকাংশই এসভিএফের হয়ে। অঙ্কুশ, কৌশিক, সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে দেখা যাবে দেবাশিস মন্ডল (Debashish Mondal), দেবেশ রায়চৌধুরীকে (Debesh Roychowdhury) । এছাড়াও রয়েছেন, কোরক সামন্ত (Korok Shamantya), সায়ন ঘোষ (Shayan Ghosh)
7/10

তবে খুনি খুঁজে বের করার দায়িত্ব কাঁধে থাকলেও অঙ্কুশ কিন্তু গোয়েন্দা নন। তিনি হারেন, চেষ্টা করেন.. পাশাপাশি থাকে তাঁর চরিত্রে রয়েছে মজার উপাদানও
8/10

তথাকথিত নায়কের থেকে এই ছবিতে অঙ্কুশের লুক থেকে চরিত্র বেশ আলাদা । আগামী ৬ তারিখ মুক্তি পাবে এই সিরিজ ।
9/10

ছবিতে দেখানো হয়েছে সন্দীপ্তা আর দেবাশীষের রসায়নও তবে তা কিছুটা মজার মোড়কে। এই প্রথমবার একসঙ্গে কাজ করছেন তাঁরা।
10/10

ক্যামেরার পিছনে ও সামনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সিরিজে তিনি অঙ্কুশের 'ওস্তাদজী'
Published at : 04 Jan 2023 04:34 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
