এক্সপ্লোর
Sourav Das: বিয়ের পরেই শ্যুটিং ফ্লোরে সৌরভ, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
'Nana Hey': বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা 'গম্ভীরা'। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার হিন্দুসমাজে। এই লোকশিল্পের কথাই উঠে আসবে ছবিতে।
বাংলার হারিয়ে যাওয়া লোককথার 'দলিল' বড়পর্দায়, জুটিতে সৌরভ-শ্রীতমা, সঙ্গী খরাজ মুখোপাধ্যায়
1/10

সদ্য নতুন জীবনে পা রেখেছেন তিনি। বিবাহের ছুটি কাটিয়ে খুব সদ্যই নতুন ছবির কাজ শুরু করবেন অভিনেতা সৌরভ দাস। (Sourav Das)। দর্শনা বণিক (Darshana Banik)-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পরেই নতুন ছবির কাজ শুরু করবেন সৌরভ।
2/10

এবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস (Saurav Das) ও শ্রীতমা দে (Sritama Dey)। এদিন ঘোষণা করা হল 'নানা হে' (Nana hey) ছবির নাম।
Published at : 22 Dec 2023 10:16 PM (IST)
আরও দেখুন






















