এক্সপ্লোর
Srabanti Chatterjee: বয়েস শুধুই সংখ্যা, জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছার বন্যা
Srabanti Chatterjee Birth Day: মাত্র ১৬ বছর বয়েসে তিনি বিয়ে করেন। তবে বারবার বিচ্ছেদে ফিরলেও, কখনই তিনি বাংলা ছবি থেকে দূরে যাননি। দেখতে দেখতে এবার ৩৬ এ পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বয়েস শুধুই সংখ্যা, জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছার বন্যা
1/10

বয়েস শুধুই তাঁর কাছে একটা সংখ্যা। দেখতে দেখতে এবার ৩৬ এ পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
2/10

১৯৯৭ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বাংলা ছবিতে অভিষেক। স্বপন সাহা পরিচালিত ওই ছবির নাম ছিল মায়ার বাঁধন।
3/10

তবে প্রথম ছবির পর একটা লম্বা গ্যাপ। তারপর ফের ২০০৩ সালে জিৎ-র বিপরীতে বাংলা ছবি 'চ্যাম্পিয়ন'-র মাধ্যমে সেলুলয়েডে ফেরেন তিনি।
4/10

এরপর তিনি টানা লম্বা সফরে অভিনয় জগতে নাম করেছেন। জিৎ, সোহম, দেব-র বিপরীতেই তিনি অধিকাংশ স্ক্রিন শেয়ার করেছেন।
5/10

তবে একঢালা চ্যাম্পিয়ন, দুজনে, সেদিন দেখা হয়েছিল ছবিতেই অভিনয় করেই থেমে থাকেননি তিনি। অচেনা ফ্রেমেও তাঁকে দেখা গিয়েছে।
6/10

তিনি অপর্ণা সেনের ফ্রেমেও ধরা দিয়েছেন। 'গয়নার বাক্স' ছবিতে কঙ্কনা সেন শর্মা এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। যা রীতিমত প্রশংসার দাবি রাখে।
7/10

২০১৮ সালে তিনি একেবারেই অন্য রূপে সেলুলয়েডে ধরা দিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের উমা ছবিতে যীশু ছবিতে তিনি অভিনয় করেন।
8/10

মাত্র ১৬ বছর বয়েসে তিনি বিয়ে করেন। তবে বারবার বিচ্ছেদে ফিরলেও, কখনই তিনি বাংলা ছবি থেকে দূরে যাননি।
9/10

তবে দীর্ঘ অভিনয় জীবন সফরের মাঝেই তিনি রাজনীতিতেও যোগ দেন।২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে, ৫১ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের কাছে বেহালা পশ্চিমের আসনে হেরে যান।
10/10

যদিও যাবতীয় বিতর্ক পিছনে সরিয়ে সকাল থেকেই অভিনেত্রীর জন্মদিনে সোশ্যালে শুভেচ্ছার বন্যা। সবমিলিয়ে ছুটির দিনে জমজমাটি রবিবার চট্টোপাধ্যায় পরিবারে।
Published at : 13 Aug 2023 08:33 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
