এক্সপ্লোর
Star Kids Name: আব্রাম থেকে ভামিকা, যে সকল তারকা সন্তানদের নামের সঙ্গে ঈশ্বরের মিল আছে

যে সকল তারকা সন্তানদের নামের সঙ্গে ইশ্বরের যোগ আছে...
1/8

বলিউড তারকাদের সন্তান মানে প্রায়ই তাঁরা শিরোনামে থাকেন। স্টারকিডদের এক ঝলক দেখার সঙ্গেই তাদের কী নাম রাখা হল, তা জানতেও উদগ্রীব থাকেন অনুরাগীরা। এমনই কিছু তারকা সন্তানদের সম্পর্কে জানা যাক যাদের নামের সঙ্গে ঈশ্বরের নামের সম্পর্ক রয়েছে।
2/8

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার মুখ এখনও কোথাও দেখা যায়নি। তবে বিরুষ্কা যখন মেয়ের নাম প্রকাশ করেছিলেন, তখন এই নামের অর্থ কী তা নিয়ে সবাই কৌতূহলী হয়। 'ভামিকা' দেবী দুর্গার অপর একটি নাম।
3/8

সোহা আলি খান এবং কুণাল খেমুর কন্যা ইনায়া নাওমি খেমু ২০১৭ সালে জন্মগ্রহণ করেন। দুর্গাপুজোর নবমীর দিনে জন্ম নেওয়ায় তাঁরা মেয়ের নাম নাওমি রাখেন।
4/8

সুপারস্টার শাহরুখ খান এবং স্ত্রী গৌরী খান যখন সারোগেসির মাধ্যমে তৃতীয়বার বাবা-মা হন, তখন তাঁদের এক ছেলের জন্ম হয়। নাম রাখেন আব্রাম। এই নামটি হজরত আব্রাহাম এবং ভগবান রামের নাম মিশিয়ে তৈরি করা হয়েছে।
5/8

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ছেলের নাম ভিয়ান কুন্দ্রা। 'ভিয়ান' ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম। একই সঙ্গে কন্যা সামিশার নামের অর্থ হল 'ঈশ্বরের মতো হওয়া'।
6/8

বলিউড অভিনেতা আর মাধবনের ছেলের নাম বেদান্ত, যা হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদের এক অংশ।
7/8

দক্ষিণী তারকা ধনুশ তাঁর এক পুত্রের নাম লিঙ্গ রেখেছেন যা ভগবান শিবের নাম থেকে এসেছে।
8/8

ফারহান আখতারের মেয়ের নাম শাক্য, যা ভগবান বুদ্ধের অপর একটি নাম।
Published at : 12 Jan 2022 09:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
