এক্সপ্লোর
Subhasree Ganguly: এপার বাংলায় এসে বাঁচিয়ে রাখা ওপার বাংলার আস্বাদ, 'ইন্দুবালা'-র গল্প বলবেন শুভশ্রী
Subhasree Ganguly News: শুভশ্রী বলছেন, 'ওটিটিতে পা রাখার জন্য এর চেয়ে ভাল সুযোগ আর হতে পারে না। যখনই চরিত্রটা, চিত্রনাট্য পড়েছি, মনে হয়েছে এই কাজটা আমায় করতেই হবে।
এপার বাংলায় এসে বাঁচিয়ে রাখা ওপার বাংলার আস্বাদ, 'ইন্দুবালা'-র গল্প বলবেন শুভশ্রী
1/10

ওয়েব সিরিজে পা রেখেই চ্যালেঞ্জিং চরিত্র, ৭৫ বছরের বৃদ্ধার ভূমিকায় অভিনয়, প্রস্থেটক মেকআপ.. সব মিলিয়ে শিরোনামে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র ইন্দুবালা ভাতের হোটেল (Indubhala Bhater Hotel)।
2/10

সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার নিয়ে চর্চাও কম হয়নি। তবে সহজ ছিল না 'ইন্দুবালা'-র চরিত্রে অভিনয় করা।
Published at : 22 Feb 2023 04:37 PM (IST)
আরও দেখুন






















