এক্সপ্লোর
Sunny Leone: সানি লিওনি এখন কেমন? জানুন বিস্তারে
Sunny Leone Update: চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি'। 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবি দেখানো হয়। সেখানে ছবির গোটা টিমের সঙ্গে হাজির হন সানি।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

বলিউডের অন্যতম ট্রেন্ডিং তারকা সানি লিওনি। সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তিনি।
2/10

বিমানবন্দরে তাঁকে ছেঁকে ধরে চিত্রগ্রাহকেরা। হেসে সকলের জন্য পোজ দিলেন। জিজ্ঞেস করলেন 'আপনারা কেমন আছেন?'
3/10

চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি'। 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবি দেখানো হয়।
4/10

এছাড়া একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করছেন সানি। তামিল, তেলুগু, মালয়লম একগুচ্ছ ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
5/10

দিন কয়েক আগেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন সানি লিওনি। একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করেন সেখান থেকে।
6/10

সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে উজ্জ্বল রঙের পোশাক বেছে নেন অভিনেত্রী। অনুপ্রাণিত হন ডিজাইনার ডিম্পল শ্রফের দ্বারা।
7/10

মলদ্বীপের সৈকতে তাঁর তিন সন্তানকে দেখা গেল খেলার মুডে। কেউ বালির ওপর আঁকিবুকি কাটছে তো কেউ দেখাচ্ছে জিমন্যাস্টিক।
8/10

২০১১ সালে গাঁটছড়া বাঁধেন সানি লিওনি। তিনি সাধারণত কোথাওই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে ছাড়া বিশেষ যান না।
9/10

চলতি বছরে কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করেন তিনি। সেখান থেকে স্বামীকে ধন্যবাদ জানান তিনি।
10/10

'আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান', লেখেন সানি।
Published at : 01 Jul 2023 12:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















