এক্সপ্লোর
SVF announces: ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা, একেনবাবু, বড়পর্দায় ৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা এসভিএফের
এসভিএফের একগুচ্ছ ছবি
1/9

ছুটির দিনের সকালে একগুচ্ছ নতুন ছবি মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনই অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলেন মুক্তির দিন ঘোষণারও। রহস্য রোমাঞ্চ থেকে গোয়েন্দা, প্রেম, থ্রিলার, সবরকম ছবিই থাকছে গোটা বছর। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ছবি কবে মুক্তি পাচ্ছে।
2/9

ঘোষণা হয়েছিল গত শীতের ছুটিতেই। পর্দায় ফেলুদাকে নিয়ে ফিরছেন সন্দীপ রায় (Sandip Roy)। তবে সেই সময় প্রকাশ করা হয়নি ছবি মুক্তির দিন। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হল, ফেলুদা মুক্তি পাচ্ছে চলতি বছরের শেষে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি হবে এই ছবি। ২৩ ডিসেম্বর বড়পর্দায় আসছে 'হত্যাপুরী'।
Published at : 27 Feb 2022 11:20 PM (IST)
আরও দেখুন






















