এক্সপ্লোর
Swastika Mukherjee: মুম্বইতে ভাড়া বাড়িতে থাকি, কলকাতায় বাবার বাড়িতে, দামি গাড়ি-বাড়ির জন্য অভিনয়ে আসিনি: স্বস্তিকা
স্বস্তিকা মুখোপাধ্যায়
1/10

সামনেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'। এই ছবি শ্যুটিং চলাকালীন বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন স্বস্তিকা। এমনকি বাবার মৃত্যুর দিনেও পেশাদারিত্বের কারণেই বাতিল করতে পারেননি শ্যুটিং!
2/10

কাছের মানুষকে হারিয়েও যথারীতি অভিনয় করে যাওয়া.. অভিনয়ের আড়ালে যে মানুষটা থাকে, তাঁর জন্য সহজ বিষয়টা? এবিপি লাইভকে স্বস্তিকা বললেন, 'সবচেয়ে কঠিন কাজ। কিন্তু আমি এটা দেখেই বড় হয়েছি। ঠাকুরদা যেদিন মারা গিয়েছিলেন, বাবা ৩টে পর্যন্ত শ্যুটিং করেছিলেন। তখন টেকনিশিয়ান ২ ছিল। শ্যুটিং শেষ করে সরাসরি কোঠারি হাসপাতালে চলে গিয়েছেন। তারপর কাগজে সই করে সবসময় নিয়ম পালন করেন। বাবা সেইদিনের শ্যুটিংটা বাতিল করতে পারেননি কারণ সেইদিনের পর স্টুডিও পাওয়া যেত না। সেই রাতে শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে সেট ভেঙে ফেলা হত। বাবা ঠাকুরদার মৃত্যুর খবর পেয়েছিলেন ৯টার সময় আর শ্যুটিং করেছিলেন ৩টে পর্যন্ত।'
Published at : 13 Jun 2022 12:05 AM (IST)
আরও দেখুন






















