এক্সপ্লোর

Swastika Mukherjee: মুম্বইতে ভাড়া বাড়িতে থাকি, কলকাতায় বাবার বাড়িতে, দামি গাড়ি-বাড়ির জন্য অভিনয়ে আসিনি: স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায়

1/10
সামনেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'। এই ছবি শ্যুটিং চলাকালীন বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন স্বস্তিকা। এমনকি বাবার মৃত্যুর দিনেও পেশাদারিত্বের কারণেই বাতিল করতে পারেননি শ্যুটিং!
সামনেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'। এই ছবি শ্যুটিং চলাকালীন বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন স্বস্তিকা। এমনকি বাবার মৃত্যুর দিনেও পেশাদারিত্বের কারণেই বাতিল করতে পারেননি শ্যুটিং!
2/10
কাছের মানুষকে হারিয়েও যথারীতি অভিনয় করে যাওয়া.. অভিনয়ের আড়ালে যে মানুষটা থাকে, তাঁর জন্য সহজ বিষয়টা? এবিপি লাইভকে স্বস্তিকা বললেন, 'সবচেয়ে কঠিন কাজ। কিন্তু আমি এটা দেখেই বড় হয়েছি। ঠাকুরদা যেদিন মারা গিয়েছিলেন, বাবা ৩টে পর্যন্ত শ্যুটিং করেছিলেন। তখন টেকনিশিয়ান ২ ছিল। শ্যুটিং শেষ করে সরাসরি কোঠারি হাসপাতালে চলে গিয়েছেন। তারপর কাগজে সই করে সবসময় নিয়ম পালন করেন। বাবা সেইদিনের শ্যুটিংটা বাতিল করতে পারেননি কারণ সেইদিনের পর স্টুডিও পাওয়া যেত না। সেই রাতে শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে সেট ভেঙে ফেলা হত। বাবা ঠাকুরদার মৃত্যুর খবর পেয়েছিলেন ৯টার সময় আর শ্যুটিং করেছিলেন ৩টে পর্যন্ত।'
কাছের মানুষকে হারিয়েও যথারীতি অভিনয় করে যাওয়া.. অভিনয়ের আড়ালে যে মানুষটা থাকে, তাঁর জন্য সহজ বিষয়টা? এবিপি লাইভকে স্বস্তিকা বললেন, 'সবচেয়ে কঠিন কাজ। কিন্তু আমি এটা দেখেই বড় হয়েছি। ঠাকুরদা যেদিন মারা গিয়েছিলেন, বাবা ৩টে পর্যন্ত শ্যুটিং করেছিলেন। তখন টেকনিশিয়ান ২ ছিল। শ্যুটিং শেষ করে সরাসরি কোঠারি হাসপাতালে চলে গিয়েছেন। তারপর কাগজে সই করে সবসময় নিয়ম পালন করেন। বাবা সেইদিনের শ্যুটিংটা বাতিল করতে পারেননি কারণ সেইদিনের পর স্টুডিও পাওয়া যেত না। সেই রাতে শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে সেট ভেঙে ফেলা হত। বাবা ঠাকুরদার মৃত্যুর খবর পেয়েছিলেন ৯টার সময় আর শ্যুটিং করেছিলেন ৩টে পর্যন্ত।'
3/10
স্বস্তিকার ক্ষেত্রেও কী এই ঘটনার পুনরাবৃত্তিই হল?  অভিনেত্রী বলছেন, 'কপালের ফের। যেদিন বাবা মারা গিয়েছিলেন, সেদিন আমি 'শ্রীমতী'-র ক্লাইম্যাক্সটা শ্যুটিং করেছি। ট্রেলারের শেষের দিকেও ছোট্ট একা অংশ আছে। সেদিন সকাল থেকে জমে মানুষে টানাটানি। বাড়িতে আত্মীয়রা সবাই রয়েছেন। টেকনিক্যাল কিছু কারণে সেইদিনের শ্যুটিং বাতিল করতে পারিনি। সাড়ে পাঁচটায় বাড়ি ফিরলাম, আর সাড়ে ৭টার সময় বাবা মারা গেলেন। যখনই এই ছবিটার কোনও অংশ দেখি, আমার বাবার মৃত্যুর দিনটা মনে পড়ে যায় বার বার।'
স্বস্তিকার ক্ষেত্রেও কী এই ঘটনার পুনরাবৃত্তিই হল? অভিনেত্রী বলছেন, 'কপালের ফের। যেদিন বাবা মারা গিয়েছিলেন, সেদিন আমি 'শ্রীমতী'-র ক্লাইম্যাক্সটা শ্যুটিং করেছি। ট্রেলারের শেষের দিকেও ছোট্ট একা অংশ আছে। সেদিন সকাল থেকে জমে মানুষে টানাটানি। বাড়িতে আত্মীয়রা সবাই রয়েছেন। টেকনিক্যাল কিছু কারণে সেইদিনের শ্যুটিং বাতিল করতে পারিনি। সাড়ে পাঁচটায় বাড়ি ফিরলাম, আর সাড়ে ৭টার সময় বাবা মারা গেলেন। যখনই এই ছবিটার কোনও অংশ দেখি, আমার বাবার মৃত্যুর দিনটা মনে পড়ে যায় বার বার।'
4/10
জীবনের অন্যতম বন্ধু, অবলম্বনকে হারিয়েও অভিনয়ের ফ্লোরে অটল। চূড়ান্ত পেশাদারিত্ব? একটু হেসে স্বস্তিকা বললেন, 'ছবিটা যখন দর্শক দেখবেন, তখন তো আর নিচে সাবটাইটেল যাবে না, যে এই দৃশ্যে অভিনয়ের সময় উনি আর শ্রীমতী ছিলেন না। উনি ভালো করে অভিনয়টা করতে পারেননি কারণ ওনার বাবার মৃত্যু হয়েছিল। কিন্তু ওই সময় মন দিয়ে, সংলাপ মুখস্থ করে বলাটা খুব কঠিন।'
জীবনের অন্যতম বন্ধু, অবলম্বনকে হারিয়েও অভিনয়ের ফ্লোরে অটল। চূড়ান্ত পেশাদারিত্ব? একটু হেসে স্বস্তিকা বললেন, 'ছবিটা যখন দর্শক দেখবেন, তখন তো আর নিচে সাবটাইটেল যাবে না, যে এই দৃশ্যে অভিনয়ের সময় উনি আর শ্রীমতী ছিলেন না। উনি ভালো করে অভিনয়টা করতে পারেননি কারণ ওনার বাবার মৃত্যু হয়েছিল। কিন্তু ওই সময় মন দিয়ে, সংলাপ মুখস্থ করে বলাটা খুব কঠিন।'
5/10
২০ বছরেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বর্তমানে কী রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে? স্বস্তিকা বলছেন, 'আমি প্রচুর মানুষকে ইন্ডাস্ট্রিতে আসতে দেখলাম, প্রচুর খ্যাতি দেখলাম আবার ততটাই তাড়াতাড়ি তাদের নিভে যেতেও দেখলাম। আমার মনে হয় এরা অভিনয়কে ভালোবেসে অভিনয় করা, টিঁকে থাকার লড়াইতে নাম লেখাতে চায় না। ১০ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই এই দূরদৃষ্টি নিয়ে তারা অভিনয়ে আসছে না। আসছে চটজলদি খ্যাতির লোভে।'
২০ বছরেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বর্তমানে কী রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে? স্বস্তিকা বলছেন, 'আমি প্রচুর মানুষকে ইন্ডাস্ট্রিতে আসতে দেখলাম, প্রচুর খ্যাতি দেখলাম আবার ততটাই তাড়াতাড়ি তাদের নিভে যেতেও দেখলাম। আমার মনে হয় এরা অভিনয়কে ভালোবেসে অভিনয় করা, টিঁকে থাকার লড়াইতে নাম লেখাতে চায় না। ১০ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই এই দূরদৃষ্টি নিয়ে তারা অভিনয়ে আসছে না। আসছে চটজলদি খ্যাতির লোভে।'
6/10
স্বস্তিকা আরও বলেন, ' আমি অডি কিনব, বিএমডব্লু কিনব, বড় ফ্ল্যাটে থাকব..ব্যাস আমার জীবন তৈরি। এটা হল গ্ল্যামার জগতের ধ্বংসাত্বক দিক। চারটে লোক বাজারে চিনলেই যেন রাজ্য জয় করে ফেলেছে। আমার এদের কাউকে দেখে মনে হয় না যে এরা অভিনয়কে ভালোবেসে এসেছে। যদি অভিনয়ের উন্নতি দেখা না যায়, প্রকাশ না পায়, তাহলে তারা কী শিখল!'
স্বস্তিকা আরও বলেন, ' আমি অডি কিনব, বিএমডব্লু কিনব, বড় ফ্ল্যাটে থাকব..ব্যাস আমার জীবন তৈরি। এটা হল গ্ল্যামার জগতের ধ্বংসাত্বক দিক। চারটে লোক বাজারে চিনলেই যেন রাজ্য জয় করে ফেলেছে। আমার এদের কাউকে দেখে মনে হয় না যে এরা অভিনয়কে ভালোবেসে এসেছে। যদি অভিনয়ের উন্নতি দেখা না যায়, প্রকাশ না পায়, তাহলে তারা কী শিখল!'
7/10
স্বস্তিকা বলছেন, 'বাবা বলছেন, এই পেশায় আমরা একটা তারাবাজির মতো, যত তাড়াতাড়ি জ্বলব, তত তাড়াতাড়ি নিভে যাব। কিন্তু কতক্ষণ জ্বলবে সেটা তোমার ওপর নির্ভর করছে। আমিও এই কথাটা বিশ্বাস করি। আমি অভিনয় করতে এসেছি, অভিনয় করে, নিজের যোগ্যতায় আমি নিজের জায়গাটা অর্জন করছি। আমার মাথায় কখনও বৈভবকে দেখানোর পরিকল্পনাও আসেনি।'
স্বস্তিকা বলছেন, 'বাবা বলছেন, এই পেশায় আমরা একটা তারাবাজির মতো, যত তাড়াতাড়ি জ্বলব, তত তাড়াতাড়ি নিভে যাব। কিন্তু কতক্ষণ জ্বলবে সেটা তোমার ওপর নির্ভর করছে। আমিও এই কথাটা বিশ্বাস করি। আমি অভিনয় করতে এসেছি, অভিনয় করে, নিজের যোগ্যতায় আমি নিজের জায়গাটা অর্জন করছি। আমার মাথায় কখনও বৈভবকে দেখানোর পরিকল্পনাও আসেনি।'
8/10
তারকা সন্তান হয়েও কখনও অসফলতার মুখোমুখি হয়েছেন স্বস্তিকা? অভিনেত্রী বললেন, 'এখনও হই। 'পাতাললোক'-এর মতো সিরিজে বা দিল বেচারার মতে ছবিতে অভিনয় করার পরেও শেষ ১ বছরে আমি মুম্বইতে ১১টা কাজের জন্য অডিশন দিয়েছিলাম। সেই ১১টা কাজই হয়নি। একটা দুটো নয়, ১১টা কাজ। স্টুডিওতে গিয়ে অডিশন দিয়েছি, শ্যুট করে পাঠিয়েছি, তার পরেও সুযোগ পাইনি। আমার জায়গায় সেই অভিনয়টা অন্য কেউ করেছেন। আমার পরিচিত বন্ধুবান্ধবরাও করেছে।'
তারকা সন্তান হয়েও কখনও অসফলতার মুখোমুখি হয়েছেন স্বস্তিকা? অভিনেত্রী বললেন, 'এখনও হই। 'পাতাললোক'-এর মতো সিরিজে বা দিল বেচারার মতে ছবিতে অভিনয় করার পরেও শেষ ১ বছরে আমি মুম্বইতে ১১টা কাজের জন্য অডিশন দিয়েছিলাম। সেই ১১টা কাজই হয়নি। একটা দুটো নয়, ১১টা কাজ। স্টুডিওতে গিয়ে অডিশন দিয়েছি, শ্যুট করে পাঠিয়েছি, তার পরেও সুযোগ পাইনি। আমার জায়গায় সেই অভিনয়টা অন্য কেউ করেছেন। আমার পরিচিত বন্ধুবান্ধবরাও করেছে।'
9/10
স্বস্তিকা বলছেন, 'আমি পরে দেখে বুঝেছি, এই সিনটারই তো অডিশান দিয়েছিলাম। তার মানে কী আমার সব শেষ? কাজটা দেখার পর যাঁরা আমার অডিশান নিয়েছিল তাঁদের ফোন করে জানতে চেয়েছি, আমার মধ্যে কী কী খামতি ছিল। কারণটা জানতে চেয়েছি যাতে আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আমি অভিনয়টাই করতে চেয়েছি। দামি গাড়ি, বাড়ি, জামা নিয়ে কোনোদিন ভাবিইনি।'
স্বস্তিকা বলছেন, 'আমি পরে দেখে বুঝেছি, এই সিনটারই তো অডিশান দিয়েছিলাম। তার মানে কী আমার সব শেষ? কাজটা দেখার পর যাঁরা আমার অডিশান নিয়েছিল তাঁদের ফোন করে জানতে চেয়েছি, আমার মধ্যে কী কী খামতি ছিল। কারণটা জানতে চেয়েছি যাতে আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আমি অভিনয়টাই করতে চেয়েছি। দামি গাড়ি, বাড়ি, জামা নিয়ে কোনোদিন ভাবিইনি।'
10/10
স্বস্তিকা বলছেন, 'আমি কত দামি জামা কিনতে পারলাম, কতগুলো বাড়ি কিনলাম এইগুলো কখনও আমার মাথায় ছিল না। ২২ বছর কাজ করার পরেও আমার নিজের কোনও বাড়ি নেই। মুম্বইতে আমি ভাড়া বাড়িতে থাকি আর কলকাতায় আমার বাবার বাড়িতে থাকি। যদি অভিনয়টাই কেই করতে আসে তাকে খ্যাতি ভাবায় না। আমি অভিনয়টাই করতে চেয়েছিলাম।'
স্বস্তিকা বলছেন, 'আমি কত দামি জামা কিনতে পারলাম, কতগুলো বাড়ি কিনলাম এইগুলো কখনও আমার মাথায় ছিল না। ২২ বছর কাজ করার পরেও আমার নিজের কোনও বাড়ি নেই। মুম্বইতে আমি ভাড়া বাড়িতে থাকি আর কলকাতায় আমার বাবার বাড়িতে থাকি। যদি অভিনয়টাই কেই করতে আসে তাকে খ্যাতি ভাবায় না। আমি অভিনয়টাই করতে চেয়েছিলাম।'

আরও জানুন বিনোদনের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হরিদেবপুরের ট্রাভেল এজেন্সির আড়ালেই চলত পাসপোর্ট জালিয়াতি ? বেহালা থেকে ধৃত দীপঙ্কর দাসের দোসর কে?
হরিদেবপুরের ট্রাভেল এজেন্সির আড়ালেই চলত পাসপোর্ট জালিয়াতি ? বেহালা থেকে ধৃত দীপঙ্কর দাসের দোসর কে?
Cancer Vaccine : ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
SSC Hearing: কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
Indian Cricket Team: এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
Advertisement
ABP Premium

ভিডিও

Jaipur Incident: রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা।একাধিক গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড,জখম অনেকেBangladesh News: পাকিস্তানের আরও কাছাকাছি এল ঢাকা বিশ্ববিদ্যালয়Kolkata News: কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বৈঠকখানা বাজারের পর এবার এ জে সি বোস রোডের হোটেলSSC Recruitment: চাকরি বাতিল মামলায় যোগ্য-অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেল বাতিল হবে: সুপ্রিম কোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: হরিদেবপুরের ট্রাভেল এজেন্সির আড়ালেই চলত পাসপোর্ট জালিয়াতি ? বেহালা থেকে ধৃত দীপঙ্কর দাসের দোসর কে?
হরিদেবপুরের ট্রাভেল এজেন্সির আড়ালেই চলত পাসপোর্ট জালিয়াতি ? বেহালা থেকে ধৃত দীপঙ্কর দাসের দোসর কে?
Cancer Vaccine : ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
ক্যানসারের ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কারা পেতে পারেন? উপকৃত হবে ভারত? কী বলছেন চিকিৎসকরা?
SSC Hearing: কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
কারা বৈধ, কারা অবৈধ? উত্তর আজও অধরা, কী বলছেন SSC চাকরিপ্রার্থীরা?
Indian Cricket Team: এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
এখনও নিজেদের হাতেই ভাগ্য, কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারে ভারত?
SSC Supreme Court: 'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
'জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়', SSC মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
Firhad Hakim: সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্য বিতর্কে মুখ খুললেন ফিরহাদ, এবার কী বললেন ?
সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্য বিতর্কে মুখ খুললেন ফিরহাদ, এবার কী বললেন ?
Party Music Guidelines: বর্ষশেষের রাতে জোরে গান বাজানো যায় ? কোথায় কী রয়েছে নিয়ম
বর্ষশেষের রাতে জোরে গান বাজানো যায় ? কোথায় কী রয়েছে নিয়ম
Murshidabad Farmer Attack: ভারতীয় ভূখণ্ডে ঢুকে অত্যাচার, ২ কৃষককে বেধড়ক মার বাংলাদেশি দুষ্কৃতীদের
ভারতীয় ভূখণ্ডে ঢুকে অত্যাচার, ২ কৃষককে বেধড়ক মার বাংলাদেশি দুষ্কৃতীদের
Embed widget