এক্সপ্লোর

Swastika Mukherjee: মুম্বইতে ভাড়া বাড়িতে থাকি, কলকাতায় বাবার বাড়িতে, দামি গাড়ি-বাড়ির জন্য অভিনয়ে আসিনি: স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায়

1/10
সামনেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'। এই ছবি শ্যুটিং চলাকালীন বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন স্বস্তিকা। এমনকি বাবার মৃত্যুর দিনেও পেশাদারিত্বের কারণেই বাতিল করতে পারেননি শ্যুটিং!
সামনেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'। এই ছবি শ্যুটিং চলাকালীন বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন স্বস্তিকা। এমনকি বাবার মৃত্যুর দিনেও পেশাদারিত্বের কারণেই বাতিল করতে পারেননি শ্যুটিং!
2/10
কাছের মানুষকে হারিয়েও যথারীতি অভিনয় করে যাওয়া.. অভিনয়ের আড়ালে যে মানুষটা থাকে, তাঁর জন্য সহজ বিষয়টা? এবিপি লাইভকে স্বস্তিকা বললেন, 'সবচেয়ে কঠিন কাজ। কিন্তু আমি এটা দেখেই বড় হয়েছি। ঠাকুরদা যেদিন মারা গিয়েছিলেন, বাবা ৩টে পর্যন্ত শ্যুটিং করেছিলেন। তখন টেকনিশিয়ান ২ ছিল। শ্যুটিং শেষ করে সরাসরি কোঠারি হাসপাতালে চলে গিয়েছেন। তারপর কাগজে সই করে সবসময় নিয়ম পালন করেন। বাবা সেইদিনের শ্যুটিংটা বাতিল করতে পারেননি কারণ সেইদিনের পর স্টুডিও পাওয়া যেত না। সেই রাতে শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে সেট ভেঙে ফেলা হত। বাবা ঠাকুরদার মৃত্যুর খবর পেয়েছিলেন ৯টার সময় আর শ্যুটিং করেছিলেন ৩টে পর্যন্ত।'
কাছের মানুষকে হারিয়েও যথারীতি অভিনয় করে যাওয়া.. অভিনয়ের আড়ালে যে মানুষটা থাকে, তাঁর জন্য সহজ বিষয়টা? এবিপি লাইভকে স্বস্তিকা বললেন, 'সবচেয়ে কঠিন কাজ। কিন্তু আমি এটা দেখেই বড় হয়েছি। ঠাকুরদা যেদিন মারা গিয়েছিলেন, বাবা ৩টে পর্যন্ত শ্যুটিং করেছিলেন। তখন টেকনিশিয়ান ২ ছিল। শ্যুটিং শেষ করে সরাসরি কোঠারি হাসপাতালে চলে গিয়েছেন। তারপর কাগজে সই করে সবসময় নিয়ম পালন করেন। বাবা সেইদিনের শ্যুটিংটা বাতিল করতে পারেননি কারণ সেইদিনের পর স্টুডিও পাওয়া যেত না। সেই রাতে শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে সেট ভেঙে ফেলা হত। বাবা ঠাকুরদার মৃত্যুর খবর পেয়েছিলেন ৯টার সময় আর শ্যুটিং করেছিলেন ৩টে পর্যন্ত।'
3/10
স্বস্তিকার ক্ষেত্রেও কী এই ঘটনার পুনরাবৃত্তিই হল?  অভিনেত্রী বলছেন, 'কপালের ফের। যেদিন বাবা মারা গিয়েছিলেন, সেদিন আমি 'শ্রীমতী'-র ক্লাইম্যাক্সটা শ্যুটিং করেছি। ট্রেলারের শেষের দিকেও ছোট্ট একা অংশ আছে। সেদিন সকাল থেকে জমে মানুষে টানাটানি। বাড়িতে আত্মীয়রা সবাই রয়েছেন। টেকনিক্যাল কিছু কারণে সেইদিনের শ্যুটিং বাতিল করতে পারিনি। সাড়ে পাঁচটায় বাড়ি ফিরলাম, আর সাড়ে ৭টার সময় বাবা মারা গেলেন। যখনই এই ছবিটার কোনও অংশ দেখি, আমার বাবার মৃত্যুর দিনটা মনে পড়ে যায় বার বার।'
স্বস্তিকার ক্ষেত্রেও কী এই ঘটনার পুনরাবৃত্তিই হল? অভিনেত্রী বলছেন, 'কপালের ফের। যেদিন বাবা মারা গিয়েছিলেন, সেদিন আমি 'শ্রীমতী'-র ক্লাইম্যাক্সটা শ্যুটিং করেছি। ট্রেলারের শেষের দিকেও ছোট্ট একা অংশ আছে। সেদিন সকাল থেকে জমে মানুষে টানাটানি। বাড়িতে আত্মীয়রা সবাই রয়েছেন। টেকনিক্যাল কিছু কারণে সেইদিনের শ্যুটিং বাতিল করতে পারিনি। সাড়ে পাঁচটায় বাড়ি ফিরলাম, আর সাড়ে ৭টার সময় বাবা মারা গেলেন। যখনই এই ছবিটার কোনও অংশ দেখি, আমার বাবার মৃত্যুর দিনটা মনে পড়ে যায় বার বার।'
4/10
জীবনের অন্যতম বন্ধু, অবলম্বনকে হারিয়েও অভিনয়ের ফ্লোরে অটল। চূড়ান্ত পেশাদারিত্ব? একটু হেসে স্বস্তিকা বললেন, 'ছবিটা যখন দর্শক দেখবেন, তখন তো আর নিচে সাবটাইটেল যাবে না, যে এই দৃশ্যে অভিনয়ের সময় উনি আর শ্রীমতী ছিলেন না। উনি ভালো করে অভিনয়টা করতে পারেননি কারণ ওনার বাবার মৃত্যু হয়েছিল। কিন্তু ওই সময় মন দিয়ে, সংলাপ মুখস্থ করে বলাটা খুব কঠিন।'
জীবনের অন্যতম বন্ধু, অবলম্বনকে হারিয়েও অভিনয়ের ফ্লোরে অটল। চূড়ান্ত পেশাদারিত্ব? একটু হেসে স্বস্তিকা বললেন, 'ছবিটা যখন দর্শক দেখবেন, তখন তো আর নিচে সাবটাইটেল যাবে না, যে এই দৃশ্যে অভিনয়ের সময় উনি আর শ্রীমতী ছিলেন না। উনি ভালো করে অভিনয়টা করতে পারেননি কারণ ওনার বাবার মৃত্যু হয়েছিল। কিন্তু ওই সময় মন দিয়ে, সংলাপ মুখস্থ করে বলাটা খুব কঠিন।'
5/10
২০ বছরেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বর্তমানে কী রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে? স্বস্তিকা বলছেন, 'আমি প্রচুর মানুষকে ইন্ডাস্ট্রিতে আসতে দেখলাম, প্রচুর খ্যাতি দেখলাম আবার ততটাই তাড়াতাড়ি তাদের নিভে যেতেও দেখলাম। আমার মনে হয় এরা অভিনয়কে ভালোবেসে অভিনয় করা, টিঁকে থাকার লড়াইতে নাম লেখাতে চায় না। ১০ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই এই দূরদৃষ্টি নিয়ে তারা অভিনয়ে আসছে না। আসছে চটজলদি খ্যাতির লোভে।'
২০ বছরেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বর্তমানে কী রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে? স্বস্তিকা বলছেন, 'আমি প্রচুর মানুষকে ইন্ডাস্ট্রিতে আসতে দেখলাম, প্রচুর খ্যাতি দেখলাম আবার ততটাই তাড়াতাড়ি তাদের নিভে যেতেও দেখলাম। আমার মনে হয় এরা অভিনয়কে ভালোবেসে অভিনয় করা, টিঁকে থাকার লড়াইতে নাম লেখাতে চায় না। ১০ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই এই দূরদৃষ্টি নিয়ে তারা অভিনয়ে আসছে না। আসছে চটজলদি খ্যাতির লোভে।'
6/10
স্বস্তিকা আরও বলেন, ' আমি অডি কিনব, বিএমডব্লু কিনব, বড় ফ্ল্যাটে থাকব..ব্যাস আমার জীবন তৈরি। এটা হল গ্ল্যামার জগতের ধ্বংসাত্বক দিক। চারটে লোক বাজারে চিনলেই যেন রাজ্য জয় করে ফেলেছে। আমার এদের কাউকে দেখে মনে হয় না যে এরা অভিনয়কে ভালোবেসে এসেছে। যদি অভিনয়ের উন্নতি দেখা না যায়, প্রকাশ না পায়, তাহলে তারা কী শিখল!'
স্বস্তিকা আরও বলেন, ' আমি অডি কিনব, বিএমডব্লু কিনব, বড় ফ্ল্যাটে থাকব..ব্যাস আমার জীবন তৈরি। এটা হল গ্ল্যামার জগতের ধ্বংসাত্বক দিক। চারটে লোক বাজারে চিনলেই যেন রাজ্য জয় করে ফেলেছে। আমার এদের কাউকে দেখে মনে হয় না যে এরা অভিনয়কে ভালোবেসে এসেছে। যদি অভিনয়ের উন্নতি দেখা না যায়, প্রকাশ না পায়, তাহলে তারা কী শিখল!'
7/10
স্বস্তিকা বলছেন, 'বাবা বলছেন, এই পেশায় আমরা একটা তারাবাজির মতো, যত তাড়াতাড়ি জ্বলব, তত তাড়াতাড়ি নিভে যাব। কিন্তু কতক্ষণ জ্বলবে সেটা তোমার ওপর নির্ভর করছে। আমিও এই কথাটা বিশ্বাস করি। আমি অভিনয় করতে এসেছি, অভিনয় করে, নিজের যোগ্যতায় আমি নিজের জায়গাটা অর্জন করছি। আমার মাথায় কখনও বৈভবকে দেখানোর পরিকল্পনাও আসেনি।'
স্বস্তিকা বলছেন, 'বাবা বলছেন, এই পেশায় আমরা একটা তারাবাজির মতো, যত তাড়াতাড়ি জ্বলব, তত তাড়াতাড়ি নিভে যাব। কিন্তু কতক্ষণ জ্বলবে সেটা তোমার ওপর নির্ভর করছে। আমিও এই কথাটা বিশ্বাস করি। আমি অভিনয় করতে এসেছি, অভিনয় করে, নিজের যোগ্যতায় আমি নিজের জায়গাটা অর্জন করছি। আমার মাথায় কখনও বৈভবকে দেখানোর পরিকল্পনাও আসেনি।'
8/10
তারকা সন্তান হয়েও কখনও অসফলতার মুখোমুখি হয়েছেন স্বস্তিকা? অভিনেত্রী বললেন, 'এখনও হই। 'পাতাললোক'-এর মতো সিরিজে বা দিল বেচারার মতে ছবিতে অভিনয় করার পরেও শেষ ১ বছরে আমি মুম্বইতে ১১টা কাজের জন্য অডিশন দিয়েছিলাম। সেই ১১টা কাজই হয়নি। একটা দুটো নয়, ১১টা কাজ। স্টুডিওতে গিয়ে অডিশন দিয়েছি, শ্যুট করে পাঠিয়েছি, তার পরেও সুযোগ পাইনি। আমার জায়গায় সেই অভিনয়টা অন্য কেউ করেছেন। আমার পরিচিত বন্ধুবান্ধবরাও করেছে।'
তারকা সন্তান হয়েও কখনও অসফলতার মুখোমুখি হয়েছেন স্বস্তিকা? অভিনেত্রী বললেন, 'এখনও হই। 'পাতাললোক'-এর মতো সিরিজে বা দিল বেচারার মতে ছবিতে অভিনয় করার পরেও শেষ ১ বছরে আমি মুম্বইতে ১১টা কাজের জন্য অডিশন দিয়েছিলাম। সেই ১১টা কাজই হয়নি। একটা দুটো নয়, ১১টা কাজ। স্টুডিওতে গিয়ে অডিশন দিয়েছি, শ্যুট করে পাঠিয়েছি, তার পরেও সুযোগ পাইনি। আমার জায়গায় সেই অভিনয়টা অন্য কেউ করেছেন। আমার পরিচিত বন্ধুবান্ধবরাও করেছে।'
9/10
স্বস্তিকা বলছেন, 'আমি পরে দেখে বুঝেছি, এই সিনটারই তো অডিশান দিয়েছিলাম। তার মানে কী আমার সব শেষ? কাজটা দেখার পর যাঁরা আমার অডিশান নিয়েছিল তাঁদের ফোন করে জানতে চেয়েছি, আমার মধ্যে কী কী খামতি ছিল। কারণটা জানতে চেয়েছি যাতে আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আমি অভিনয়টাই করতে চেয়েছি। দামি গাড়ি, বাড়ি, জামা নিয়ে কোনোদিন ভাবিইনি।'
স্বস্তিকা বলছেন, 'আমি পরে দেখে বুঝেছি, এই সিনটারই তো অডিশান দিয়েছিলাম। তার মানে কী আমার সব শেষ? কাজটা দেখার পর যাঁরা আমার অডিশান নিয়েছিল তাঁদের ফোন করে জানতে চেয়েছি, আমার মধ্যে কী কী খামতি ছিল। কারণটা জানতে চেয়েছি যাতে আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আমি অভিনয়টাই করতে চেয়েছি। দামি গাড়ি, বাড়ি, জামা নিয়ে কোনোদিন ভাবিইনি।'
10/10
স্বস্তিকা বলছেন, 'আমি কত দামি জামা কিনতে পারলাম, কতগুলো বাড়ি কিনলাম এইগুলো কখনও আমার মাথায় ছিল না। ২২ বছর কাজ করার পরেও আমার নিজের কোনও বাড়ি নেই। মুম্বইতে আমি ভাড়া বাড়িতে থাকি আর কলকাতায় আমার বাবার বাড়িতে থাকি। যদি অভিনয়টাই কেই করতে আসে তাকে খ্যাতি ভাবায় না। আমি অভিনয়টাই করতে চেয়েছিলাম।'
স্বস্তিকা বলছেন, 'আমি কত দামি জামা কিনতে পারলাম, কতগুলো বাড়ি কিনলাম এইগুলো কখনও আমার মাথায় ছিল না। ২২ বছর কাজ করার পরেও আমার নিজের কোনও বাড়ি নেই। মুম্বইতে আমি ভাড়া বাড়িতে থাকি আর কলকাতায় আমার বাবার বাড়িতে থাকি। যদি অভিনয়টাই কেই করতে আসে তাকে খ্যাতি ভাবায় না। আমি অভিনয়টাই করতে চেয়েছিলাম।'

আরও জানুন বিনোদন

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

ভোট উৎসবের চতুর্থ দফা আজ, ৯৬ আসনে ১,৭১৭ প্রার্থীর ভাগ্য় নির্ধারণ
ভোট উৎসবের চতুর্থ দফা আজ, ৯৬ আসনে ১,৭১৭ প্রার্থীর ভাগ্য় নির্ধারণ
Lok Sabha Election 2024 Phase 4 Voting: ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন
৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন
CSK vs RR LIVE Score: ১০ বল বাকি থাকতে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, প্লে অফের দৌড়ে ধোনিরাও
১০ বল বাকি থাকতে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, প্লে অফের দৌড়ে ধোনিরাও
Sandeshkhali Situation: তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা মহিলাদের, ভাইরাল ভিডিও নিয়ে ফের উত্তপ্ত সন্দেশখালি
তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা মহিলাদের, ভাইরাল ভিডিও নিয়ে ফের উত্তপ্ত সন্দেশখালি
Advertisement
for smartphones
and tablets

ভিডিও

Lok Sabha Election 2024: কাল বহরমপুরে নির্বাচন, আগের রাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগLok Sabha Election 2024: কাল বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মীLok Sabha Vote 2024: আগামীকাল চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন | ABP Ananda LIVENarendra Modi: 'মোদি বাংলায় এই লুঠের প্রত্যেক পয়সার হিসাব নেবে', হুঙ্কার প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ভোট উৎসবের চতুর্থ দফা আজ, ৯৬ আসনে ১,৭১৭ প্রার্থীর ভাগ্য় নির্ধারণ
ভোট উৎসবের চতুর্থ দফা আজ, ৯৬ আসনে ১,৭১৭ প্রার্থীর ভাগ্য় নির্ধারণ
Lok Sabha Election 2024 Phase 4 Voting: ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন
৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন
CSK vs RR LIVE Score: ১০ বল বাকি থাকতে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, প্লে অফের দৌড়ে ধোনিরাও
১০ বল বাকি থাকতে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, প্লে অফের দৌড়ে ধোনিরাও
Sandeshkhali Situation: তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা মহিলাদের, ভাইরাল ভিডিও নিয়ে ফের উত্তপ্ত সন্দেশখালি
তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা মহিলাদের, ভাইরাল ভিডিও নিয়ে ফের উত্তপ্ত সন্দেশখালি
Mamata Banerjee: ‘আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে’, সরাসরি মোদিকে নিশানা মমতার
‘আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে’, সরাসরি মোদিকে নিশানা মমতার
Narendra Modi: ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সন্দেশখালি নিয়ে ফের আক্রমণে মোদি, ৪০০ পারের লক্ষ্য মনে করাল TMC
ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সন্দেশখালি নিয়ে ফের আক্রমণে মোদি, ৪০০ পারের লক্ষ্য মনে করাল TMC
IPL 2024: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার
সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার
West Bengal Weather Update: আজও কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে একাধিক জেলায়, কোথায় কোথায় তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা ?
আজও কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে একাধিক জেলায়, কোথায় কোথায় তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা ?
Embed widget