এক্সপ্লোর
Tamannaah Bhatia: প্রেম এল জীবনে, বর্ষবরণে গোয়ায় তমন্নার সঙ্গী হলেন আলিয়ার ‘ডার্লিং’!
Celebrity Couple: বরাবর বিতর্ক এড়িয়ে চলেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকেও আড়ালে রেখেছেন। এ বার নাকি প্রিয় মানুষকে খুঁজে পেলেন তমন্না!
![Celebrity Couple: বরাবর বিতর্ক এড়িয়ে চলেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকেও আড়ালে রেখেছেন। এ বার নাকি প্রিয় মানুষকে খুঁজে পেলেন তমন্না!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/a4cc5f3060b6fc82c9f2c701a79a0e451672719593543338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তমন্নার প্রিয় মানুষটি কে!
1/10
![নতুন বছরে আরও এক তারকা যুগলের সন্ধান মিলল! নেট দুনিয়ায় অন্তত তা নিয়েই শোরগোল। ‘বাহুবলী’ অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রিয় মানুষকে ঘিরে হইচই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/fefacd820a895bb9613b5a3837fdfec3825d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন বছরে আরও এক তারকা যুগলের সন্ধান মিলল! নেট দুনিয়ায় অন্তত তা নিয়েই শোরগোল। ‘বাহুবলী’ অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রিয় মানুষকে ঘিরে হইচই।
2/10
![এ যাবৎ নিজেকে ‘একা’ বলেই দাবি করে এসেছেন তমন্না। তবে তিনি ‘দোকা’ হয়েছেন বলে দাবি অনুরাগীদের। ভিডিও-সহ প্রমাণও তুলে ধরেছেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c488000d91d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ যাবৎ নিজেকে ‘একা’ বলেই দাবি করে এসেছেন তমন্না। তবে তিনি ‘দোকা’ হয়েছেন বলে দাবি অনুরাগীদের। ভিডিও-সহ প্রমাণও তুলে ধরেছেন তাঁরা।
3/10
![বর্ষবরণে তারকাদের কেউ দেশে ছিলেন, কেউ আবার পাড়ি দিয়েছিলেন বিদেশে। দেশে থেকেই বর্ষবরণে তমন্না গোটা উড়ে গিয়েছিলেন বলে খবর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/8cda81fc7ad906927144235dda5fdf151d23f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্ষবরণে তারকাদের কেউ দেশে ছিলেন, কেউ আবার পাড়ি দিয়েছিলেন বিদেশে। দেশে থেকেই বর্ষবরণে তমন্না গোটা উড়ে গিয়েছিলেন বলে খবর।
4/10
![আর গোয়ার সমুদ্রসৈকতেই প্রিয় মানুষের সঙ্গে তাঁকে ঘুরতে দেখা গিয়েছে বলে দাবি অনুরাগীদের। শুধু হাতে হাত রেখে ঘোরা নয়, সমুদ্রকে সাক্ষী রেখে দু’জনকে ঠোঁটে ঠোঁটও রাখতে দেখা যায় বলে দাবি তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/18e2999891374a475d0687ca9f989d8369e54.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর গোয়ার সমুদ্রসৈকতেই প্রিয় মানুষের সঙ্গে তাঁকে ঘুরতে দেখা গিয়েছে বলে দাবি অনুরাগীদের। শুধু হাতে হাত রেখে ঘোরা নয়, সমুদ্রকে সাক্ষী রেখে দু’জনকে ঠোঁটে ঠোঁটও রাখতে দেখা যায় বলে দাবি তাঁদের।
5/10
![প্রমাণ স্বরূপ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও সামনে এনেছেন অনুরাগীরা। তাতে হট পিঙ্ক ড্রেসে তমন্না এবং সাদা শার্টে অভিনেতা বিজয় ভার্মাকে অনুরাগীদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/62bf1edb36141f114521ec4bb4175579210a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রমাণ স্বরূপ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও সামনে এনেছেন অনুরাগীরা। তাতে হট পিঙ্ক ড্রেসে তমন্না এবং সাদা শার্টে অভিনেতা বিজয় ভার্মাকে অনুরাগীদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে।
6/10
![আর সেরকমই একটি ভিডিও-য় তমন্নার মতো হুবহু দেখতে হট পিঙ্ক ড্রেস পরিহিত এক কন্যেকে সাদা শার্ট পরিহিত এক যুবকের বক্ষলগ্না হয়ে থাকতে দেখা গিয়েছে। একসময় ঠোঁটে ঠোঁটও রাখেন তাঁরা। ওই যুগল আর কেউ নন, তমন্না এবং বিজয় বলে দাবি অনুরাগীদের। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/032b2cc936860b03048302d991c3498ffb676.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর সেরকমই একটি ভিডিও-য় তমন্নার মতো হুবহু দেখতে হট পিঙ্ক ড্রেস পরিহিত এক কন্যেকে সাদা শার্ট পরিহিত এক যুবকের বক্ষলগ্না হয়ে থাকতে দেখা গিয়েছে। একসময় ঠোঁটে ঠোঁটও রাখেন তাঁরা। ওই যুগল আর কেউ নন, তমন্না এবং বিজয় বলে দাবি অনুরাগীদের। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
7/10
![তমন্না এবং বিজয় প্রেম করছেন বলে নিশ্চিত তাঁদের অনুরাগীরা। তবে দুই তারকার তরফে এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/ae566253288191ce5d879e51dae1d8c3ec1b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তমন্না এবং বিজয় প্রেম করছেন বলে নিশ্চিত তাঁদের অনুরাগীরা। তবে দুই তারকার তরফে এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
8/10
![তবে এই প্রথম নয়, এর আগে, দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও একসঙ্গে দেখা গিয়েছিল তমন্না এবং বিজয়কে। ২১ ডিসেম্বর তমন্নার জন্মদিনে অভিনেত্রীর বাড়িতেও ঢুকতে দেখা যায় বিজয়কে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/30e62fddc14c05988b44e7c02788e187592fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে এই প্রথম নয়, এর আগে, দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও একসঙ্গে দেখা গিয়েছিল তমন্না এবং বিজয়কে। ২১ ডিসেম্বর তমন্নার জন্মদিনে অভিনেত্রীর বাড়িতেও ঢুকতে দেখা যায় বিজয়কে।
9/10
![দীর্ঘ প্রচেষ্টার পর বলিউডে সাফল্যের মুখ দেখেছেন বিজয়। ‘পিঙ্ক’, ‘গাল্লি বয়’, ‘ডার্লিংস’-এর মতো ছবিতে অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/d0096ec6c83575373e3a21d129ff8fef382ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ প্রচেষ্টার পর বলিউডে সাফল্যের মুখ দেখেছেন বিজয়। ‘পিঙ্ক’, ‘গাল্লি বয়’, ‘ডার্লিংস’-এর মতো ছবিতে অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি।
10/10
![আর তমন্না শুধু বলিউড নয়, দক্ষিণের ছবিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন। একাধিক বড় বাজেটের ছবি রয়েছে তাঁর হাতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/799bad5a3b514f096e69bbc4a7896cd9fcd8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর তমন্না শুধু বলিউড নয়, দক্ষিণের ছবিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন। একাধিক বড় বাজেটের ছবি রয়েছে তাঁর হাতে।
Published at : 03 Jan 2023 09:54 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)