এক্সপ্লোর
একটা সময় কলসেন্টারে চাকরি করতেন আদা খান, প্রথম বেতন ছিল ১৫ হাজার টাকা
1/7

সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই সক্রিয়। মাঝেমধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। (Photo Credit: @adaakhan Instagram)
2/7

আদার নাম তাঁর অনুরাগীরা বেশ পছন্দ করেন। এই নাম রেখেছিলেন তাঁর ঠাকুরমা। (Photo Credit: @adaakhan Instagram)
3/7

নিজের ফোন ও সোশ্যাল সাইটগুলির প্রতি তীব্র আকর্ষণ আদা খানের। ফোন ছাড়া থাকতে পারেন না তিনি। ইনস্টাগ্রাম তাঁর খুবই পছন্দের। (Photo Credit: @adaakhan Instagram)
4/7

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম আদা খান। বর্তমানে রিয়েলিটি শো খতরোঁ কে খিলাড়ি-তে জবরদস্ত স্টান্ট করতে দেখা যাচ্ছে তাঁকে। এই শো-তে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। এই পারফরম্যান্সের জেরে প্রতিযোগিতায় নিজেকে শক্তিশালী দাবিদার হিসেবে প্রমাণ করেছেন তিনি। (Photo Credit: @adaakhan Instagram)
5/7

আদা খানের সৌন্দর্য সবার নজর কেড়ে নেয়। তিনি নিজে জানিয়েছেন, তাঁর এই সৌন্দর্যের চাবিকাঠি। আদা খান জানিয়েছেন, বেশি করে জল পান ও ভালো ঘুমই এর কারণ। (Photo Credit: @adaakhan Instagram)
6/7

অভিনয় দুনিয়ায় পা রাখার আগে কলসেন্টারে চাকরি করতেন আদা খান। তাঁর প্রথম বেতন ছিল ১৫ হাজার টাকা। (Photo Credit: @adaakhan Instagram)
7/7

আদার সৌন্দর্য ও অভিনয় মুগ্ধ করে তাঁর অনুরাগীদের। উল্লেখ্য, এই গ্ল্যামার দুনিয়ায় নিজের পরিশ্রমের মাধ্যমে জায়গা করে নিয়েছেন আদা। এই জগতে তাঁর কোনও গডফাদার ছিল না। (Photo Credit: @adaakhan Instagram)
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























