এক্সপ্লোর
Tollywood Holi 2022: কেউ পরিবারের সঙ্গে, কারও ঠিকানা শান্তিনিকেতন, কেমন কাটল টলিউডের দোল?

টলিউডের হোলি
1/10

সাদা পোশাকের সঙ্গে লাল আবিরে রাঙানো গাল, সোশ্যাল মিডিয়ায় দোল উদযাপনের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সঙ্গী? অবশ্যই স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও একরত্তি ইউভান (Yuvaan)। হাসিতে ঝলমলে ৩ জনের মুখই।
2/10

দোলের একাল সেকাল। সোশ্যাল মিডিয়ায় বর্তমানের দোলের ঝলমলে ছবি ভাগ করে নিলেন মিমি চক্রবর্তী। পাশাপাশি ছোটবেলার একদল বাচ্চার সঙ্গে ছবি ভাগ করে নিয়ে খুঁজে দেখার চ্যালেঞ্জও দিলেন নেটিজেনদের।
3/10

হলুদ পোশাক, গোলাপি আবির, দোলের দিনে সোশ্যাল মিডিয়ায় স্বভাবসিদ্ধ মিষ্টি ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী ইশা সাহা।
4/10

দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, এই খুদেদের ছাড়া কোনও উৎসবই যেন ভাবতে পারেন না ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। সব উৎসবের আগেই তাই ছুটে যান এই একরত্তিদের কাছে। সময়ে সময়ে হাতে তুলে দেন উপহার, নতুন জামা। আজ দোল। রঙের উৎসব। আজকের দিনটাও বাদ গেল না। লাল সালোয়ার কামিজে, মাথায় গোলাপ গুঁজে ঋতাভরী হাজির হলেন তাঁর স্কুলে। হাতে আবিরের থালা, মুখে মিষ্টি হাসি। ছোটদের গালে আলতো করে ছুঁইয়ে দিলেন আবির রঙ। প্রিয় মানুষকে কাছে পেয়ে খুশি তারাও। ছোট্ট ছোট্ট হাতে রাঙিয়ে তুলল ঋতাভরীর গালও। হাসিমুখে সব আবদার মেটালেন নায়িকা।
5/10

নীল গোলাপি আবিরে রঙিন টলিপাড়ার জুটি ওম-মিমি। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ছবি ভাগ করে নিলেন ওম।
6/10

বিয়ের পর এই প্রথম দোল অনিন্দিতা আর সুদীপের। সোশ্যাল মিডিয়ায় যুগলে ভাগ করে নিলেন আবিরমাখা রঙিন ছবি।
7/10

নিজের আবাসনেই হোলি খেলায় মাতলেন সঞ্চারী ও সঙ্গীত। চোখে সানগ্লাস, সাদা পোশাকে থাকল রঙ মিলান্তি।
8/10

মাথায় রঙিন টুপি, অল্প আবির আর ভরপুর রসায়ন। সোশ্যাল মিডিয়ায় দোলের দিনের ছিব ভাগ করে নিলেন রুদ্রজিৎ ও প্রমিতা।
9/10

রঙিন ছবি। নিজের বাড়িতেই আবির হাতে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই ছবি।
10/10

কলকাতা নয়, শান্তিনিকেতনই এবার দোলের ঠিকানা অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও দেবলীনা কুমারের। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় রঙিন ছবি শেয়ার করে নিয়েছেন তারকারা।
Published at : 18 Mar 2022 10:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
