এক্সপ্লোর
Top Tollywood Movies: নস্ট্যালজিয়া, সম্পর্কের সমীকরণ, প্রেম, থ্রিলার.. এই বছর টলিউডের সেরা গল্প বলল কারা?
Year Ender 2023 Tollywood: অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?
অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?
1/10

আর কয়েকটা ঘণ্টা হলেই শেষ হয়ে যাবে ২০২৩। এই বছর মুক্তি পেয়েছে অনেকগুলি ছবিই। কোনও ছবি বক্সঅফিসে ছাপ ফেলেছে, কোনও ছবি আবার হারিয়েই গিয়েছে। বছর শেষে এবিপি লাইভ (ABP Live) খুঁজে দেখল সেই সব বাংলা ছবিগুলোকে যেগুলো দাগ কেটেছে দর্শকদের মন বা বক্সঅফিসে। যে ছবিগুলি আলাদা করে উল্লেখ করার দাবি রাখে, নজর রাখা যাক সেই তালিকায়...
2/10

শেষ পাতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury), বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও রায়তি ভট্টাচার্য্যের (Rayoti Bhattacharya)-র অভিনয়ের জোরেই এই ছবি এই বছরের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে। লুক থেকে শুরু করে শরীরী ভাষা, আচার-ব্যবহার.. সবকিছুতেই এই ছবির চমক প্রসেনজিৎ। নিজেকে এক্কেবারে ভেঙে, নতুন করে দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রসেনজিৎ। গার্গীর অভিনয়ও অসাধারণ। এই ছবির হাত ধরে তিনি প্রথম গানও গাইলেন বড়পর্দায়। অতনু ঘোষ পরিচালিত এই ছবি দেখে ফেলা যায় কেবল দেখার আনন্দেই।
Published at : 31 Dec 2023 09:41 PM (IST)
আরও দেখুন






















