এক্সপ্লোর
Tota Exclusive: খারাপ সময়ে বিশ্বাস হারাইনি, সাফল্য পেয়েও নিজেকে স্টার ভাবতে চাই না
Tota Exclusive Interview: 'দর্শক চিরকালই বিশ্বাস রেখেছিলেন, ২০২৩-এ ইন্ডাস্ট্রি জানল আমি কী পারি'
'দর্শক চিরকালই বিশ্বাস রেখেছিলেন, ২০২৩-এ ইন্ডাস্ট্রি জানল আমি কী পারি'
1/10

একবার থমকেও এই বছরটাকে নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংসই বললেন তিনি। কেনই বা বলবেন না? তিন দশক ধরে টলিউডে যে এমন একজন অভিনেতা কাজ করে যাচ্ছেন.. তাঁকে যেন নতুন করে আবিষ্কার করল ইন্ডাস্ট্রি। ২০ বছর আগে ঋতুপর্ণ ঘোষের (Rituparnao Ghosh) ছবিতে কাজ করে যে প্রশংসা ভাসছিলেন তিনি... সেই স্মৃতিই যেন ফিরিয়ে দিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani)।
2/10

তবে বলিউডে সাফল্য, প্রশংসা, কাজ.... এ সবকিছু পেলেও, বাংলাকে এখনও এগিয়ে রেখেছেন তিনি। শিকড়ের টান আছে বলেই তাঁকে এখনও সবচেয়ে বেশি ছুঁয়ে যায় বাংলার সবকিছু। তবে এই বছরটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বছর... কী পেলেন.. কী হারালেন ২০২৩-এ? এবিপি লাইভের সঙ্গে, ফেলে আসা বছরকে ফিরে দেখলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)।
Published at : 28 Dec 2023 02:25 PM (IST)
আরও দেখুন






















