এক্সপ্লোর
New Serial Update: 'যোগমায়া' আসছে দুর্নীতিমুক্ত সমাজ তৈরির স্বপ্নপূরণ করতে, ১১ মার্চ থেকে
'Jogomaya': 'যোগমায়া' শুরু হচ্ছে সোমবার, ১১ মার্চ থেকে। এক গরিব মেয়ের গল্প বলবে যার স্বপ্ন আরও ভাল জীবন গড়ার। নিজের সমাজকে উন্নত করতে সে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে।
আসছে 'যোগমায়া'
1/10

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'যোগমায়া'। সোমবার, ১১ মার্চ থেকে শুরু হবে এক নারীর আরও ভাল জীবন গড়ার লক্ষ্যে লড়াইয়ের গল্প।
2/10

নেহা অমনদীপ, সৈয়দ আরেফিনকে দেখা যাবে মুখ্য দুই চরিত্রে। এছাড়া রয়েছেন অনন্যা, চাঁদনি মুখোপাধ্যায়, মিমি দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
3/10

বস্তির বাসিন্দা এক মেয়ের গল্প বলবে এই ধারাবাহিক যে এমন এক জীবন গড়ার স্বপ্ন দেখার সাহস করে যেখানে সে পাবে তার প্রাপ্য সম্মান।
4/10

নিজের আশেপাশের মানুষজনেদের জীবন আরও একটু ভাল বা উন্নত করার স্বপ্ন দেখে যোগমায়া। যে সমাজে সে লড়াই করতে পারবে দুর্নীতির সঙ্গে, এবং আরও নানা ধরনের অসাম্যের সঙ্গে।
5/10

যোগমায়ার ব্যক্তিগত যাত্রা, যা ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রের সমৃদ্ধ পরিবারের সদস্যদের সঙ্গে সমস্ত অসঙ্গতি এবং পার্থক্য জয় করার পরে তাদের জয় করার গল্প বলবে এই ধারাবাহিক।
6/10

ধারাবাহিকে এক গরিব রিক্সাচালকের মেয়ে যোগমায়া। সারা জীবন প্রবল পরিমাণে দারিদ্রের চিত্র দেখেছে সে, জীবনের প্রতি পদে ধনীদের সঙ্গে নিজেদের জীবনযাত্রার পার্থক্য দেখেছে।
7/10

সৎ এবং যে কোনও পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়াশীল, যোগমায়া উচ্চাকাঙ্খী। সে কোনও বাজে কথায় কান দেয় না, পরোয়াও করে না। যোগমায়া অদম্য।
8/10

অন্যদিকে ধারাবাহিকের নায়ক রেহান চট্টোপাধ্যায়। সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান যেখানে সকলেই ডাক্তার এবং তাদের নিজেদের হাসপাতালও রয়েছে।
9/10

কিন্তু রেহান নিজে ডাক্তারি পড়তে চায়নি, এই একই পেশায় নাম লেখাতে চায়নি। সে সঙ্গীতশিল্পী হতে চায়। অত্যন্ত নম্র ও আবেগঘন রেহান। সে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে, উপকার করতে চায়।
10/10

ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব সামলেছেন স্নেহাশিস চক্রবর্তী। চিত্রনাট্য ও সঙ্গীত পরিচালনাও তাঁরই। প্রত্যেকদিন সন্ধ্যা ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক।
Published at : 09 Mar 2024 09:46 AM (IST)
View More
Advertisement
Advertisement






















