এক্সপ্লোর
'Ram Krishnaa': বিপুল খরচ কৃষ্ণার চোখের অপারেশনে, ফের নতুন ষড়যন্ত্র রোহিনীর? কী হবে রামের ভবিষ্যৎ?
Daily Serial Update: আঁখি ও বিক্রমের আংটি বদল অনুষ্ঠানে, হঠাৎ হুড়োহুড়ি শুরু হয় যখন কাছেই থাকা দেবজ্যোতির গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই চাঞ্চল্য তৈরির পিছনে মূল মাথা ছিল রোহিনীর।
রাম কৃষ্ণা
1/10

জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় চাঞ্চল্যকর মোড়। কৃষ্ণার চোখে অস্ত্রোপচারে বিপুল খরচের কথা শুনে সকলেই ফান্ড সংগ্রহ করতে ব্যস্ত। এবার কী হবে?
2/10

আঁখি ও বিক্রমের আংটি বদল অনুষ্ঠানে, হঠাৎ হুড়োহুড়ি শুরু হয় যখন কাছেই থাকা দেবজ্যোতির গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই চাঞ্চল্য তৈরির পিছনে মূল মাথা ছিল রোহিনীর।
3/10

ঘটনায় ঘৃতাহুতি করতে এই বোমা বিস্ফোরণের একটি রেকর্ডিং সে শোনায় দৃষ্টিশক্তি হারানো কৃষ্ণাকে। এরপর সে খুব সন্তর্পণে ইশারায় বোঝায় যে তার পরবর্তী নিশানা হবে রাম।
4/10

স্বাভাবিকভাবেই যা শঙ্কায় ফেলে দেয় কৃষ্ণাকে। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, রোহিনী এরপর একটি ভুয়ো চুক্তি রাখে কৃষ্ণার সামনে।
5/10

সে কৃষ্ণাকে প্রস্তাব দেয় যে সে যদি ডিভোর্স পেপারে সই করে দেয় তাহলে নাকি রামের জীবন বেঁচে যাবে। কিন্তু এই সবটাই তার মিথ্যা প্রতিশ্রুতি।
6/10

এই সমস্ত কিছুর মধ্যেই, ডাক্তার জানায় যে কৃষ্ণার চোখের অপারেশন করতে বিশাল খরচ করতে হবে। কৃষ্ণা নিজের টাকা দিতে চায় ও অর্ঘ্য এক কথায় বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যায়।
7/10

কিন্তু তা সত্ত্বেও রোহিনী জোর করে যাতে এই বিপুল খরচ জোগাড় করে রাম। কৃষ্ণার স্বামী হিসেবে সে নিজেও এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু কীভাবে এত টাকা জোগাড় হবে কেউ জানে না।
8/10

এদিকে, রোহিনী এবং রাজেনের প্ল্যান ফাঁস হয়ে যায় যখন রাম কিডনি প্রতিস্থাপন সম্পর্কে তাদের কথা শুনে ফেলে, এবং এর পর সে কৃষ্ণার অস্ত্রোপচারের জন্য অর্থের জন্য নিজের কিডনি বিক্রি করার কথা ভাবতে শুরু করে।
9/10

একইসঙ্গে বাড়িতে, নারায়ণ, কৃষ্ণার দ্রুত আরোগ্য নিশ্চিত করতে একটি শক্তি পুজোর কথা ঘোষণা করেন।
10/10

এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার লড়াইয়ের সঙ্গে, কৃষ্ণা কি তার দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং রামের বিরুদ্ধে রোহিনীর অশুভ চক্রান্তের পর্দাফাঁস করতে পারবে?
Published at : 29 Feb 2024 07:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















