এক্সপ্লোর
'Sohag Chand': সোহাগ ও চাঁদের জীবনে আসবে নতুন সদস্য? নাকি বিচ্ছেদের ঘণ্টা বাজবে?
Daily Serial Update: গল্প অনুযায়ী, সোহাগের মাথায় ভূত চেপেছে বিবাহ বিচ্ছেদের। আদালতের রায় অনুযায়ী বিচ্ছেদের জন্য লাগবে একসঙ্গে থাকার তথ্য প্রমাণ। তাই এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
সোহাগ চাঁদ
1/10

'কালার্স বাংলা'র জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ কোন নতুন মোড়! খেয়াল রাখবেন, এই ধারাবাহিক দেখতে গিয়ে আপনি সিসিটিভি-র আওতায় না পড়ে যান! বিস্তারিত জানা যাক।
2/10

ঘাবড়ে গেলেন নাকি? কিন্তু এটা কোনও রহস্য রোমাঞ্চের গল্প নয়। এমনই ট্যুইস্ট দেখা যাবে এবার কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে।
3/10

গল্প অনুযায়ী, সোহাগের মাথায় ভূত চেপেছে বিবাহ বিচ্ছেদের। আদালতের রায় অনুযায়ী বিচ্ছেদের জন্য লাগবে একসঙ্গে থাকার তথ্য প্রমাণ।
4/10

তাই এবার সিসিটিভি-র ব্যবস্থা। একদিকে সোহাগ চেষ্টা করে চলেছে খারাপ থাকার প্রমাণ জোগাড় করার।
5/10

আবার অন্যদিকে চাঁদ চেষ্টা করে চলেছে সংসারে সুখে থাকার প্রমাণ দেওয়ার। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই কাণ্ড?
6/10

এই প্রমাণ জোগাড়ের লড়াইয়ে চাঁদকে বাঁচাতে গিয়ে সোহাগ আহত হয়। তার ওপরে আবার এই অসহ্য গরম।
7/10

সোহাগের অসুস্থতার কিছু লক্ষণ দেখে তার ঠাকুমা আন্দাজ করে সোহাগ কি সন্তানসম্ভবা? সোহাগের মাথায় বজ্রাঘাত!
8/10

নিমেষে খবর ছড়িয়ে যায় হরিপুরের সব ঘরে, যাকে বলে একেবারে চালে-ডালে মিলে খিচুড়ি।
9/10

আর এই বিষয়ে ইন্ধন জোগাতে থাকে চাঁদ নিজেই। তাহলে সোহাগ কি সত্যিই সন্তানসম্ভবা?
10/10

নাকি রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর মিলবে 'সোহাগ চাঁদ' প্রতিদিন সন্ধ্যা ৭টায় কালার্স বাংলায়।
Published at : 08 May 2024 03:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























