এক্সপ্লোর
'Tumpa Autowali': অতীত ভুলে নিজের পরিবারকে এক করতে পারবে টুম্পা? পম্পাকে মেনে নেবে বাড়ির লোক?
Daily Serial Update: ধারাবাহিকের বড়সড় কাণ্ড ঘটিয়েছে একলব্য। সে অস্মিতার সহকারী প্রীতিময়কে গ্রেফতার করে পম্পাকে খুনের চেষ্টার অভিযোগে। ধীরে ধীরে আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। তারপর?

টুম্পা অটোওয়ালি
1/10

কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'। টুম্পার জীবনে একের পর এক ঝড় পেরিয়ে এখন কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?
2/10

ধারাবাহিকে বড়সড় কাণ্ড ঘটিয়েছে একলব্য। সে অস্মিতার সহকারী প্রীতিময়কে গ্রেফতার করে পম্পাকে খুনের চেষ্টার অভিযোগে।
3/10

ধীরে ধীরে আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে এবং টুম্পা ও আবির বেশি করে নজর রাখতে শুরু করে অস্মিতার ওপর। এই খুনের ঘটনায় সে কতটা জড়িত জানতে তাকে বারবার প্রশ্ন করতে থাকে তারা।
4/10

তার ওপর যে বড়সড় সমস্যা ঘনিয়ে আসতে চলেছে তা বেশ বুঝতে পারে অস্মিতা। বিপদের আঁচ করে তড়িঘড়ি এই সমস্যা থেকে পালাবার পথ খুঁজতে থাকে সে।
5/10

অন্যদিকে, এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। টুম্পা সিদ্ধান্ত নেয় পম্পা, যে জীবনের নতুন অধ্যায় সূচনা করেছে, তার সঙ্গে এর আগে যা হয়ে গেছে তা ভুলে গিয়ে দুই আলাদা হয়ে যাওয়া বোনদের পুনর্মিলন হোক।
6/10

যদিও সোনালি ও মধুরার মধ্যে এক বিভেদ দেখা যায়। তারা এখন দোটানায় পড়ে যায় যে পুনরায় নিজেদের পরিবারে পম্পাকে স্বাগত জানানো ঠিক হবে কি না।
7/10

আর এসবের মাঝে পড়ে যায় টুম্পা, এই সমস্যা সমাধান করার কর্তব্যও তার ঘাড়েই এসে পড়ে।
8/10

পম্পাকে সঠিক পথে চালনা করাও তারই দায়িত্ব হয়ে দাঁড়ায়। টুম্পা কি শেষ পর্যন্ত পারবে নিজের পরিবারকে পুনরায় এক করতে এবং পম্পাকে বাড়ি ফিরিয়ে আনতে?
9/10

বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা।
10/10

অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
Published at : 23 Nov 2023 10:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
