এক্সপ্লোর
Uma: আলিয়ার পরিকল্পনায় ফের বিপদে উমা, কোন দিকে মোড় নেবে অভির সঙ্গে সম্পর্ক?
উমা
1/10

ফুলসজ্জায় আগুন, অশান্তি! উমা ধারাবাহিকের গল্প এগোচ্ছে সেই মোড়েই। উমা আর অভির বিয়ে নিয়ে ধারাবাহিকে একের পর এক অশান্তির সূত্রপাত, আলিয়ার বৈরিতা, সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে গল্প।
2/10

এর আগে ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন উমার দিদি সোমার বিয়ের গল্প। উমা এবং অভিমন্যু জানতে পেরেছিল যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে।
Published at : 25 Jan 2022 10:41 PM (IST)
আরও দেখুন






















