এক্সপ্লোর
Advertisement

(Source: ECI/ABP News/ABP Majha)
Uma: আলিয়ার পরিকল্পনায় ফের বিপদে উমা, কোন দিকে মোড় নেবে অভির সঙ্গে সম্পর্ক?

উমা
1/10

ফুলসজ্জায় আগুন, অশান্তি! উমা ধারাবাহিকের গল্প এগোচ্ছে সেই মোড়েই। উমা আর অভির বিয়ে নিয়ে ধারাবাহিকে একের পর এক অশান্তির সূত্রপাত, আলিয়ার বৈরিতা, সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে গল্প।
2/10

এর আগে ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন উমার দিদি সোমার বিয়ের গল্প। উমা এবং অভিমন্যু জানতে পেরেছিল যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে।
3/10

কিন্তু তাঁর আসল রূপ জানতে পেরে উমা ও অভি বদ্ধপরিকর হয় যে ভুল মানুষের সঙ্গে কিছুতেই দিদির বিয়ে দেবে না। উমা বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়।
4/10

একইসঙ্গে সে স্থির করে ভাল যোগ্য পাত্র খুঁজেই ওই মণ্ডপে ওই লগ্নেই দিদির বিয়ে দেবে সে।
5/10

ধারাবাহিকের মুখ্য চরিত্র উমা যে তাঁর পরিবারের জন্য কতটা প্রয়োজনীয়, তাঁকে ছাড়া যে গোটা পরিবার অচল তা আরও একবার প্রমাণিত হবে, এমনটাই জানিয়েছেন ধারাবাহিকে উমার মা, অভিনেত্রী সোমা চক্রবর্তী।
6/10

ভুল মানুষের সঙ্গে সোমার বিয়ে আটকাতে উমার সঙ্গে হাজির হয়েছেন তাঁর 'পার্টনার' অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। কনের সাজে ক্যামেরাবন্দি অভিনেত্রী জুঁই সরকার অর্থাৎ উমার দিদিও নজর কেড়েছিলেন সেই এপিসোডে।
7/10

আর এবার উমার বিয়ে ঘিরে ফের একবার নতুন মোড় নিয়েছে গল্প। আলিয়া এবং উমা দুজনেই ক্রিকেট খেলে। আলিয়া চায় না উমার সঙ্গে অভিমুন্যর ফুলসজ্জা হোক।
8/10

উমাকে আগুনের গন্ডিতে বন্দি করে ফেলে আলিয়া। যাতে উমা সেই গণ্ডি টপকে ফুলসজ্জার ঘর পর্যন্ত পৌঁছতে না পারে। তারপর? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
9/10

শ্যুটিং ফ্লোরে বেশ হাসিখুশি দেখাল সবাইকে। আলিয়াকে তো মজা করে বলতেই শোনা গেল, 'উমা আর অভিমুন্যর মধ্যে কোনও সুন্দর মুহূর্ত তৈরী হোক তেমনটা কখনোই হতে দেবে না আলিয়া।'
10/10

অন্যদিকে উমা বলছে, 'উমা স্পষ্টবাদী, নির্ভীক। সে অভিমুন্যর চরিত্রকে শ্রদ্ধা করে। এত বড় বাড়ির ছেলে হয়েও যে অভিমুন্য এতটা সাধারণ, তা আকর্ষণ করে উমাকে। তবে কোনদিকে মোড় নেই এই সম্পর্ক, তার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের গল্পে।
Published at : 25 Jan 2022 10:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement
ট্রেন্ডিং
