এক্সপ্লোর
অনুষ্কার কোলে মেয়ে, জিনিসপত্র নিয়ে বিরাট, বিমানবন্দরে বিরুষ্কা পরিবার

web_kohli_still_
1/6

সম্প্রতি পুনে বিমানবন্দরে দেখা গেল ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। এই তারকা দম্পতির সঙ্গে ছিল তাঁদের সদ্যোজাত কন্যা ভামিকাও।
2/6

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার একদিনের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের জন্যই রওনা দিয়েছেন কোহলি। তাঁর সঙ্গে ছিলেন অনুষ্কা ও ভামিকা। আগের মতো এবারও কি কোহলিকে উৎসাহ দিতে অনুষ্কাকে স্টেডিয়ামে দেখা যাবে কিনা, তা এখন দেখার।
3/6

যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়েছেন অনুষ্কা। আর কোহলি মালপত্র নিয়ে যাচ্ছেন। সবমিলিয়ে বিরুষ্কা জুটিকে বাবা-মায়ের ভূমিকায় দেখা গিয়েছে।
4/6

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দুই মাসের সন্তান সম্পর্কে অতিরিক্ত সতর্কতা বজায় রাখছেন বিরুষ্কা।
5/6

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিরাট ও অনুষ্কার মেয়ে ভামিকার জন্ম হয়েছিল। কয়েকদিন আগে তারকা জুটি কেক কেটে মেয়ের জন্মের দুই মাস পালন করেছিলেন।
6/6

সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা পরিবারের এই ছবি বেশ ভাইরাল হয়েছে। এই ছবি অনুরাগীদের নজর কেড়েছে। ছবিতে প্রচুর লাইক পড়েছে। অনুরাগীরা নানান ধরনের মন্তব্য করেও তারকা-জুটির প্রশংসা করেছেন। (সূত্র এবিপি নিউজ)
Published at : 22 Mar 2021 08:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
