এক্সপ্লোর
Advertisement

Vikrant Massey: নতুন অতিথিকে নিয়ে বাড়ি ফিরলেন 12th Fail খ্যাত অভিনেতা বিক্রান্ত
Vikrant Massey Sheetal Thakur: বাবা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। কোল আলো করে পুত্রসন্তান এসেছে বিক্রান্ত এবং শীতলের ঘরে। সদ্যোজাতকে সঙ্গে নিয়ে এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দুজনেই।

ছবি- নিজস্ব
1/10

বাবা হয়েছেন ছবির 'মনোজ'। পিতৃত্বের সুসংবাদ সমাজমাধ্যমে আগেই জানিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবি- নিজস্ব
2/10

৭ ফেব্রুয়ারি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে সন্তান জন্মের খবর জানিয়েছিলেন বিক্রান্ত এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুর। ছবি- নিজস্ব
3/10

'টুয়েলভথ ফেল' ছবির অভিনেতা বিক্রান্ত ম্যাসির স্ত্রী শীতলের কোল আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্রসন্তান। ছবি- নিজস্ব
4/10

গত বুধবার ইনস্টাগ্রামে একটি সুন্দর কার্ড পোস্ট করে বিক্রান্ত লিখেছিলেন, 'আজ আমরা এক হয়ে গিয়েছি। কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসার বন্যায় ভেসে চলেছি আমরা। আমরা আপ্লুত'। ছবি- নিজস্ব
5/10

আজ শনিবার হাসপাতাল থেকে স্ত্রী-সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন 'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেতা। ছবি- নিজস্ব
6/10

মুম্বইয়ের সূর্য হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রান্তের স্ত্রী, সেখানেই সন্তানের জন্ম হয় তাঁদের। একটি ফুটফুটে পুত্রসন্তান। ছবি- নিজস্ব
7/10

কালো গাড়িতে করে হাসপাতাল থেকে বেরোতে দেখা গেল বিক্রান্তকে। গাড়ির পিছনের সিটেই ছিলেন শীতল এবং সদ্যোজাত সন্তান। ছবি- নিজস্ব
8/10

অনুরাগী এবং চিত্রগ্রাহকদের ক্যামেরাকে ইঙ্গিতে সন্তানের ছবি তুলতে নিষেধও করেন বিক্রান্ত ম্যাসি। ছবি- নিজস্ব
9/10

অনুরাগীদের শুভেচ্ছা জানান গাড়ির ভিতর থেকেই। হাত নাড়েন অনুরাগীদের উদ্দেশে। পিতৃত্বের এক অদ্ভুত আনন্দের ছাপ ছিল তাঁর মুখে-চোখে। ছবি- নিজস্ব
10/10

২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিক্রান্ত। আর আজ ২০২৪-এ এসে এক আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে যুগলের হৃদয়ে। ছবি- নিজস্ব
Published at : 10 Feb 2024 04:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
