এক্সপ্লোর
Web Film: ভূতে বিশ্বাস করেন? প্রশ্ন শিলাজিৎ শ্রীলেখার
Web Film Update: ছবিতে কেবল ভূত নয়, রয়েছে সম্পর্কের গল্পও। শিলাজিৎ -এর চরিত্র একজন চিত্রপরিচালকে। তিনি মৃণাল সেনের ভক্ত। ট্রেলারের শুরুতে তাঁকে রহস্যময় মনে হলেও, রহস্য রয়েছে শ্রীলেখাকে ঘিরেও।
ভূতে বিশ্বাস করেন? প্রশ্ন শিলাজিৎ শ্রীলেখার
1/9

গল্পের শুরু মধ্যরাতে। পাহাড়ি পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)। অন্ধকার, কোথাও যেমন জনবসতির চিহ্নমাত্র নেই। তবে কিছুদূর এগিয়ে যেতেই চোখে পড়ে একবিন্দু আলো। সেদিকেই গিয়ে দরজার কড়া নাড়েন শ্রীলেখা।
2/9

বেরিয়ে আসেন এক পুরুষ। অগোছালো, রহস্যময়। ক্যামেরা ঘুরলেই অবশ্য স্পষ্ট তাঁর পরিচয়। শিলাজিৎ। মাঝরাতে গাড়ি খারাপ হওয়ায় শিলাজিতের কাছে আশ্রয় চাইলেন শ্রীলেখা!
Published at : 28 Aug 2022 03:20 PM (IST)
আরও দেখুন






















