গত ৩০ জুলাই হার্দিক ঘোষণা করেন যে, তাঁর ও স্ত্রী নাতাশার প্রথম সন্তান জন্ম নিতে চলেছে। শুভেচ্ছাবার্তায় ভাসেন পাণ্ড্য দম্পতি। ছবি সৌজন্য: হার্দিক ও নাতাশার ইনস্টাগ্রাম
2/5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নেই হার্দিক। তাই অস্ট্রেলিয়া থেকে ফিরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আনন্দে ডগমগ স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচও। হার্দিক দেশের বাইরে থাকাকালীন ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ ছিল। এবার পুত্রের কাছে সশরীরে হাজির হার্দিক। আপ্লুত নাতাশা।
3/5
দুবাই থেকেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন হার্দিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বিরাট কোহলির ভারত। আর ওই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার হার্দিক।
4/5
পুত্রসন্তানের বাবা হওয়ার পরের দিনই সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা হয়ে গিয়েছিলেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে। ত্রয়োদশ আইপিএলে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে আইপিএল শেষ হওয়ার পরেও ছুটি মেলেনি হার্দিকের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে উড়ে যেতে হয়।
5/5
প্রায় চার মাস পর ছেলে অগস্ত্যর কাছে ফিরলেন হার্দিক পাণ্ড্য। আর ব্যস্ত হয়ে পড়লেন বাবার কর্তব্যপালনে। অগস্ত্যকে নিজে হাতে করে ফিডিং বোতলে দুধ পান করালেন হার্দিক। ক্যাপশনে লিখলেন, "জাতীয় দলের কর্তব্য সেরে ফিরে এবার বাবার দায়িত্বপালন।" ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।