এক্সপ্লোর
Skin Care Tips: ট্রেন্ডিং 'আইস ওয়াটার ফেসিয়াল', কী এই পদ্ধতি? কী তার উপকারিতা?
Ice Water Facial: 'আইস ওয়াটার ফেস ডিপ' বা 'আইস ওয়াটার ফেসিয়াল' বা 'আইস ওয়াটার ফেস ওয়াশ' হচ্ছে ত্বকের যত্ন নেওয়ার এক পদ্ধতি, যেখানে নিজের মুখটা বরফ-ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে হয়।
ছবি সৌজন্য: পিক্স্যাবে, পেক্সেলস
1/10

সাম্প্রতিককালে বহু তারকাকেই দেখা যায় তাঁরা বাটি ভর্তি বরফে মুখ ডুবিয়ে দিচ্ছেন। খুব সাধারণভাবে যা 'আইস ওয়াটার ফেসিয়াল' নামে পরিচিত। গত কয়েক বছরে এই ফেসিয়াল বেশ খ্যাতি অর্জন করেছে। এবং অবশ্যই তার সৌজন্যে রয়েছেন আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, তামান্না ভাটিয়া প্রমুখ বলিউড অভিনেত্রীরা।
2/10

'আইস ওয়াটার ফেস ডিপ' বা 'আইস ওয়াটার ফেসিয়াল' বা 'আইস ওয়াটার ফেস ওয়াশ' হচ্ছে ত্বকের যত্ন নেওয়ার এক পদ্ধতি, যেখানে নিজের মুখটা বরফ-ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে হয়। এটি প্রধানত বিউটি ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
Published at : 26 Oct 2023 11:55 PM (IST)
আরও দেখুন






















