এক্সপ্লোর
Anemia: ঠিক ডায়েটেই বাজিমাত, চিন্তা নেই অ্যানিমিয়ায়
প্রতীকী চিত্র
1/10

রক্তাল্পতা বা অ্যানিমিয়া হলে দেহে রক্ত বা হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায়। কমে যায় লোহিত রক্তকণিকার সংখ্যা। পুরুষ-নারী সবাই এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে অপুষ্টি সংক্রান্ত সমস্যার কারণে নারী ও শিশুদের মধ্যে ব্যাপকহারে দেখা যায় এই সমস্যা।
2/10

বিভিন্ন ধরনের অ্যানিমিয়া রয়েছে। সবচেয়ে বেশি দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়াও অ্যাপলাস্টিক অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া রয়েছে, যা খুবই বিরল। শরীরে B-12 ভিটামিনের ঘাটতি থেকে হতে পারে পার্নিসিয়াস অ্যানিমিয়া।
Published at : 25 Feb 2022 05:53 PM (IST)
আরও দেখুন






















