এক্সপ্লোর
ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইলে নজরকাড়া অঙ্কিতা লোখান্ডে
Ankita Lokhande hair style
1/8

টেলিভিশনের পরিচিত তারকা অঙ্কিতা লোখান্ডে। টেলি শো পবিত্র রিস্তা-য় অর্চনার চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি। টেলিভিশনের অন্যতম নামী তারকা তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন অঙ্কিতা। পবিত্র রিস্তা-য় তাঁর চরিত্র ছিল খুবই সাদাসিধে। কিন্তু পর্দায় এই সাদাসিধে চরিত্রের বাইরে রিয়েল লাইফে অঙ্কিতা বেশ স্টাইলিশ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে এই স্টাইলিশ লুকে মাঝেমধ্যেই দেখা যায়। পোশাক থেকে অ্যাকসেসরিজ-তাঁর স্টাইল বেশ নজরকাড়া। সেইসঙ্গে হেয়ারস্টাইল নিয়েও পরীক্ষানিরীক্ষা করতে দেখা যায় তাঁকে। আর বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলে তাঁর লুক আরও বেশি খোলে। দেখে নেওয়া যাক, তাঁর কিছু হেয়ার স্টাইল।
2/8

এই পোশাকের সঙ্গে অঙ্কিতার চুলের কার্ল খুবই আকর্ষণীয়।
Published at : 07 Aug 2021 10:44 AM (IST)
আরও দেখুন






















