এক্সপ্লোর
Breakfast Recipe: বাসি রুটি বাদ নয়, ঝটপট তৈরি সুস্বাদু জলখাবার
Recipe: আগের রাতে যে রুটি খাওয়া হয়নি, সকালে উঠে তা ফেলে দেবেন না। বরং বাসি রুটি দিয়েই বানিয়ে ফেলুন ব্রেকফাস্ট।
ফাইল ছবি
1/9

অনেক সময় আগের রাতের খাবার বেঁচে যায়। ভাত বা অন্যান্য তরকারি ফ্রিজে রাখা গেলেও, রুটির ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা। বাসি রুটি অনেকেই খেতে পছন্দ করেন না। তাই রুটি ফেলে দেন অনেকেই।
2/9

অনেকে আবার বাসি রুটি তেল বা ঘি দিয়ে ভেজে পরের দিন সকালে খেয়ে নেন। তবে বাসি রুটি ফেলে না দিয়ে আরও বেশ কিছু খাবার বানিয়ে নেওয়া যায়। তাতে ব্রেকফাস্টের বিকল্পও বাড়ে। কী তৈরি করবেন বাসি রুটি দিয়ে?
Published at : 17 Sep 2024 08:37 AM (IST)
আরও দেখুন






















