এক্সপ্লোর
Smartphone Tips: ফোনে এই কাজ করছেন? সাবধান, যেকোনও মুহূর্তে ঘটতে পারে এই কাণ্ড!
স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যবহারের সময় কিছু ভুল ফোনের ক্ষতি করে।
ফোন ব্যবহারের সময় এই ভুলগুলো করবেন না
1/5

সারারাত ফোন চার্জে বসানো সবচেয়ে সাধারণ ভুল যা ব্যবহারকারীরা করে থাকে। অনেকেই ঘুমানোর আগে ফোন চার্জে বসিয়ে দেন, যাতে সকালে ফুল চার্জ পাওয়া যায়, কিন্তু এমনটা করা ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। একটানা ওভারচার্জিংয়ের ফলে ফোনের ব্যাটারির ক্ষমতা কমতে থাকে এবং ধীরে ধীরে গরম হয়ে ফুলে যায় বা খারাপ হতে শুরু করে। অনেক ক্ষেত্রে ব্যাটারি ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই সারারাত ফোন চার্জ করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত।
2/5

দ্বিতীয় ভুল হল ব্যাটারিকে সম্পূর্ণভাবে শেষ হতে দেওয়া। অনেকে ফোন ব্যবহার করতে থাকে যতক্ষণ না ব্যাটারি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং তারপর চার্জে লাগায়। এই অভ্যাস ফোনের ব্যাটারির স্বাস্থ্যকে দ্রুত কমায়। বিশেষজ্ঞদের মতে, ফোনকে ২০% এর কম এবং ৮০% এর বেশি চার্জ করা উচিত নয়। এই ২০:৮০ নিয়মটি অনুসরণ করলে আপনার ফোন দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করবে এবং এর ব্যাটারি লাইফও সুরক্ষিত থাকবে।
Published at : 10 Nov 2025 01:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















