Dogs Health: ফল খাওয়া কুকুরদের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
By : abp ananda | Updated at : 14 Jul 2022 07:34 PM (IST)
কুকুরের স্বাস্থ্য
1/10
বাড়িতে যদি পোষ্য সারমেয় (Pet Dogs) থাকে, তাহলে আমরা তার সঙ্গে বাড়ির খুদে সদস্যর মতোই ব্যবহার করি। আমাদের পছন্দের খাবার থেকে ফল, সমস্ত কিছুই ওদের খাওয়ানোর অভ্যাস করাতে পছন্দ করি।
2/10
ওদের বিস্কুট খাওয়ানোর পাশাপাশি অনেক সময়ই নিজের পছন্দের খাবার দিয়ে থাকি। অনেক বাড়িতেই দেখা যায়, ছোটো বয়স থেকে কুকুরদের (Dogs) অনেক ফল খাওয়ানোর অভ্যাস করানো হয়।
3/10
আপেল, শশা, কলা, পেয়ারা, বেদানা কিংবা আঙুর। বাড়িতে ফল আসলেই এক টুকরো ওদের দিয়ে থাকেন বহু মানুষ।
4/10
কোনওক্ষেত্রে ওরা খায়, কেউ আবার খায়ও না। কিন্তু কুকুর কি ফল (Fruit) খেতে পারবে?
5/10
ফল কি ওদের জন্য সঠিক? কোন কোন ফল সারমেয়রা খেলে ক্ষতি নেই? কোন ফলই বা ওদের জন্য ক্ষতিকর? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।
6/10
বিশেষজ্ঞদের মতে, সমস্ত ফল কুকুরদের জন্য ক্ষতিকর নয়। বরং, বেশ কিছু ফল ওদের জন্য স্বাস্থ্যকরও বটে।
7/10
যেমন আপেল, শশা, কলা, এই তিনটি ফল সারমেয়রা খেতেই পারে। এতে ওদের কোনও ক্ষতি হবে না।
8/10
কিন্তু এর বাইরে অন্য কোনও ফল খেলে তা ওদের জন্য ক্ষতিকর। যেমন আঙুর (Grapes)। এই ফলটি কুকুরদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
9/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুকুরদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ফল আঙুর। ঠিক ততটাই ক্ষতিকর কিশমিশও (Raisin)। ওদের কোনওভাবেই এই দুটি উপাদান দেওয়া সঠিক নয়।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।