এক্সপ্লোর
Hair Growth: ঘরোয়া টোটাকায় পাবেন ঘন-লম্বা চুল, কী কী উপকরণ ব্যবহার করবেন?
Hair Care:পেঁয়াজ থেঁতো করে বা বেটে নিয়ে সেই রস মাথার তালু বা স্ক্যাল্পে লাগান। এছাড়াও চুলের লম্বা অংশেও লাগাতে পারেন। এর ফলে চুলের গ্রোথ ভাল হবে। চুল পড়ার সমস্যা কমে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

চুলের বিভিন্ন সমস্যায় আমরা নাজেহাল হয়ে যাই। অনেকের ক্ষেত্রেই দেখা যায় চুল একেবারেই বাড়তে চায় না। এই সমস্যা দূর করা যাবে ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে বা টোটকার মাধ্যমে।
2/10

হেয়ার গ্রোথ বা চুলের বৃদ্ধি যাতে সঠিকভাবে হয় সেইজন্য ব্যবহার করতে পারেন Argan Oil. এই তেল চুলের লেংথ পোরশন অর্থাৎ লম্বা অংশে ব্যবহার করতে হবে। স্ক্যাল্প বা মাথার তালুতে যাতে না লাগে সেইদিকে নজর দিতে হবে। এই তেল মাথায় লাগানোর পর বেশ খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে নেওয়া প্রয়োজন। নিয়মিত ভাবে এই তেল ব্যবহার করলে ভাল হেয়ার গ্রোথ হবে।
Published at : 23 Apr 2023 12:02 AM (IST)
আরও দেখুন






















