এক্সপ্লোর
High Heels Tips: হেসে খেলে কাটবে সারাদিন, এই পরামর্শ মানলে হিল জুতো পরে দৌড়তেও পারবেন
Surviving the High Heels: শরীরকে কষ্ট দিয়ে ফ্যাশন নয়। তাই হিল জুতো পরেও কষ্ট যাতে না হয়, সেই উপায় জানা জরুরি। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

ফ্যাশন বড় বালাই, তাই কষ্ট হলেও সারাদিন হিল জুতো পরে কাটিয়ে দেন অনেকে। কারও কারও ক্ষেত্রে আবার হিল জুতো একরকম বাধ্যতামূলক হয়। কাজের জায়গায় না পরলেই নয়। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু সারাদিন হিল জুতো পরে থাকার পর পায়ের দফারফা তো হয়ই, তা প্রভাব পড়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরও। কিন্তু যন্ত্রণামুক্ত উপায়েও সারাদিন হিন জুতো পরে কাটিয়ে দেওয়া যায়, শুধু কিছু টোটকা জানতে হবে। ছবি: পিক্সাবে।
Published at : 05 May 2024 08:23 AM (IST)
আরও দেখুন






















