এক্সপ্লোর
Health Tips: খালি পেটে কোন কোন খাবার ভুলেও খাবেন না, রইল তালিকা
Healthy Lifestyle Tips: বেশ কিছু খাবার রয়েছে যেগুলি একেবারেই খালি পেটে খাওয়া উচিৎ নয়। সেগুলি কী কী, রইল তার তালিকা।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

অনেক খাবার রয়েছে যেগুলি খালি পেটে খালি আমাদের শরীর-স্বাস্থ্যের অবনতি হতে বাধ্য। তাই এগুলি খাওয়া চলবে না একেবারেই।
2/10

বেশ কিছু খাবার রয়েছে যেগুলি একেবারেই খালি পেটে খাওয়া উচিৎ নয়। সেগুলি কী কী, রইল তার তালিকা। একনজরে দেখে নিন।
3/10

খালি পেটে টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। টক দই বেশি খেলে এমনিতেও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। টক দই খালি পেটে খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। পেটে ব্যথাও হতে পারে।
4/10

ভাজাভুজি জাতীয় খাবার কখনই খালি পেটে খাবেন না। গা গোলানো থেকে শুরু করে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস - সবরকম অস্বস্তি হতে পারে এর জেরে।
5/10

খালি পেটে কাঁচা সবজি খাওয়া একেবারেই উচিৎ নয়। আসলে কখনই কাঁচা সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল না। কাঁচা সবজিতে ফাইবারের পরিমাণ খুব বেশি। তাই গ্যাসের সমস্যা বাড়তে পারে।
6/10

কোল্ড ড্রিঙ্কস, ফলের রস, এইসব চিনি যুক্ত পানীয় একেবারেই খালি পেটে খাওয়া চলবে না। প্রবলভাবে গ্যাসের সমস্যা হতে পারে। আর শরীরে সুগারের মাত্রাও বেড়ে যাবে।
7/10

খালি পেটে ঝাল জাতীয় খাবার খাওয়া চলবে না। এর ফলে পেট জ্বালা করতে পারে। তীব্র অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন আপনি।
8/10

খালি পেটে অতিরিক্ত চিনি যুক্ত কোনও খাবার যেমন কেক, বিস্কুট, কুকিজ, পেস্ট্রি বা এই জাতীয় অন্যান্য খাবার একেবারেই খেতে যাবেন না।
9/10

সকালে উঠে খালি পেটে চা, কফি খাবেন না। অন্তত বিস্কুট বা মুড়ি খেয়ে চা-কফি খাওয়া উচিৎ। খালি পেটে চা-কফি খেলে তীব্র অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তার থেকে গ্যাস এবং বদহজমের সমস্যাও হতে পারে।
10/10

ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফ্রুটস খালি পেটে খাওয়া উচিৎ নয় একেবারেই। লেবুজাতীয় ফল খালি পেটে খাবেন না। সাইট্রাস ফ্রুটস খালি পেটে খেলে তীব্র অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। গলা এবং পেটে জ্বালা করতে পারে।
Published at : 08 Nov 2025 03:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























