এক্সপ্লোর
Black Diamond Apple: টাকা ফেললেই কেনা যায় না, পাওয়াও যায় না সব দেশে, এতটাই বিরল ব্ল্যাক ডায়মন্ড আপেল
Black Diamond Apple Facts: নামই শোনেননি অনেকে, চোখে দেখা তো দূর। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

পৃথিবীর অনেক কিছুই দেখা বাকি আমাদের। সেই তালিকায় রয়েছে বিরল ব্ল্যাক ডায়মন্ড আপেলও। নামের সঙ্গে মিল রয়েছে চেহারাতেও। গাঢ় কালো রংয়ের এই আপেল প্রকৃত অর্থেই বিরল। ছবি: পিক্সাবে।
2/10

রোজ একটি আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না বলে প্রচলিত রয়েছে লোকমুখে। সেই তালিকায় লাল, গোলাপি, সবুজ এমনকি সাদা আপেলও রয়েছে। স্বাদে সামান্য হেরফের ঘটে। ছবি: ফ্রিপিক।
Published at : 31 Dec 2023 05:12 PM (IST)
আরও দেখুন






















