Egg Health Benefit: হাঁসের না মুরগির ডিম, কোনটি বেশি উপকারী স্বাস্থ্যের জন্য?
By : abp ananda | Updated at : 25 Mar 2022 03:04 PM (IST)
হাঁসের না মুরগির ডিম
1/7
শরীরের জন্য কোনটি বেশী উপকারী হাঁস না মুরগির ডিম? এই প্রশ্ন আমাদের অনেকরই। এই বিষয়টি নিয়ে বিতর্কও রয়েছে।
2/7
বিশেষ করে যারা যারা স্বাস্থ্য সচেতন, পুষ্টিগুণ নিয়ে বিচার বিশ্লেষণ করেন, তারা হাঁস আর মুরগির ডিমের গুণাগুণ নিয়ে বিশেষভাবে চিন্তিত থাকেন।
3/7
মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম আকারে বড়। আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয়।
4/7
বড় কুসুমের কারণে, হাঁসের ডিমে চর্বি এবং কোলেস্টেরল উভয়ই মুরগির ডিমের তুলনায় বেশি থাকে। কার্বোহাইড্রেট ও খনিজের পরিমাণ সমান হলেও হাঁসের ডিমে প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ সামান্য বেশি থাকে। যারা ডায়েটে উচ্চ চর্বিযুক্ত খাবার খোঁজেন তাদের জন্য হাঁসের ডিম ভালো। হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে।
5/7
পুষ্টির দিক থেকে হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে অনেক এগিয়ে। হাঁসের ডিমে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি ১২, ভিটামিন এ, থায়ামিন ইত্যাদি মুরগির ডিমে ১০০ গ্রাম বেশি থাকে।
6/7
২০১৫ সালের একটি গবেষণা অনুসারে, হাঁসের ডিমের সাদা অংশে থাকা পেপটাইডগুলি প্রয়োজনীয় খনিজ ক্যালসিয়াম শোষণ করে হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়।
7/7
২০১৪ সালের একটি সমীক্ষা অনুসারে, হাঁসের ডিমের সাদা অংশে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগ এবং নিউরোডিজেনারেটিভ অবস্থাসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।