এক্সপ্লোর
Christmas Cake: বড়দিনের কেক কেনা শুরু ? কোভিড বিধি খতিয়ে দেখছেন কি ?
Christmas Cake in Covid Situation: কোভিড পরিস্থিতির মধ্যেই উৎসবের আমেজ, সামনেই বড়দিন। বেকারিরা ব্যস্ত কেক বানাতে। ইতিমধ্যেই কেকের স্টক শেষ হওয়ার জোগাড়, প্রশ্ন একটাই কোভিড বিধি মানা হচ্ছে তো ?

বড়দিনের কেক কেনা শুরু ? কোভিড বিধি খতিয়ে দেখছেন কি ?
1/10

সারা দেশ জুড়ে বেড়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে ফের সতর্কতা জারি। যেকোনও খাবারেও তাই ততোটাই বিধি মেনে চলা উচিত।
2/10

ইতিমধ্যেই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই বেকারি এবং দোকানগুলিতে কতটা মানা হচ্ছে কোভিড বিধি ?
3/10

বিশেষ করে শহরে কেকের দোকানগুলিতে যেহেতু এসি থাকে, তাই কোভিডবিধি মেনেই প্রবেশ করলে ভাল হয় গ্রাহকদেরও।
4/10

কারণ বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, বাইরে এসি প্লেসেই সংক্রমণের প্রবণতা বেশি থাকে। তাই সতর্ক থাকবেন।
5/10

কোভিড পরিস্থিতিতে, গ্লাভস, মাস্ক ব্যবহারটা জরুরী বলেই দাবি বিশেষজ্ঞদের।
6/10

এখানেই শেষ নয়, কেক তৈরির কাঁচামাল যে বাজার থেকে আসছে, সেটাও কতটা হাইজিনিক, সেটাও খতিয়ে দেখা উচিত।
7/10

কোভিড পরিস্থিতিতে যতটা সম্ভব সুস্থ থাকার চেষ্টা করুন, কারণ আপনার অন্য একটা রোগ আপনার ইমিউনিটি কমিয়ে কোভিডের আশঙ্কা বাড়াবে।
8/10

কোভিড পরিস্থিতিতে কেক কিনে বাড়ি আনার পরেও হাইজিন মেনেটেন করুন। সঙ্গে সঙ্গেই খাবেন না। খোলা হাওয়ায় কিছুটা সময় রাখুন। খাওয়ার আগে হাত স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিন।
9/10

কোভিড পরিস্থিতিতে গ্রাহক, দোকানদার, বেকারি প্রত্যেকেরই শরীরের তাপমাত্রা বুঝে কোভিড বিধি মেনে বাইরে বেরোনো উচিত। কারও যদি উপসর্গ থেকে থাকে, দ্রুত পরীক্ষা করান।
10/10

কোভিড পজিটিভ হলে যারা আপনার সংস্পর্শে এসেছেন গত কয়েকদিনে, তাঁদের সকলকে সতর্ক করুন, টেস্ট করতে বলুন।
Published at : 23 Dec 2022 12:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
