দেশজুড়ে শুরু তৃতীয় পর্যায়ের টিকাকরণ। ষাঠোর্ধ্ব ও কোমর্বিডিটি থাকলে, ৪৫ বছরের বেশি বয়সীদেরও দেওয়া হবে টিকা। ধাপে ধাপে জেনে নিন কীভাবে নাম নথিভুক্ত করবেন কোউইন অ্যাপে। মোবাইল বা কম্পিউটার, সব জায়গাতেই খুলবে কোউইন অ্যাপ
2/6
প্রথমে www.cowin.gov.in - এ লগ ইন করুন। এরপর নিজের মোবাইল নম্বরটি সঠিক জায়গায় এন্ট্রি করুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটিকে এন্ট্রি করলেই আপনার মোবাইলে বা ল্যাপটপে খুলে যাবে কোউইন অ্যাপটি।
3/6
এরপর ভেরিফাই বলে একটি বটন আসবে। সেটিতে ক্লিক করলেই ভেরিফাই হয়ে, অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে আপনার মোবাইন নম্বরটি। এরপর কোউইন আপনার থেকে নাম, বয়সসহ স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য চাইবে। সেইগুলিকে ফিল আপ করে দিন। দিয়ে দিন আপনার আধার, ভোটার সহ অন্যান্য নম্বরও।
4/6
রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে কোউইন অ্যাপে আপনার অ্যাকাউন্টটি দেখা যাবে। সেখানেই থাকবে সমস্ত তথ্য। যদি এক মোবাইল অ্যাপ থেকে আপনি একাধিক ব্যক্তির নাম রেজিস্টার করাতে চান তাহলে অ্যাড বটন -এ গিয়ে সেটা করতে পারেন। সেক্ষেত্রে আবার নতুন করে সমস্ত তথ্য দিতে হবে নতুন ব্যক্তির।
5/6
এরপর আপনার স্ক্রিনে আসবে 'বুক অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিন' পেজটি। সেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সার্চ বটনে ক্লিক করুন।
6/6
ভ্যাকসিন নেওয়ার জন্য আপনার সুবিধামতো দিন পছন্দ করে নিন। এরপর বুক বটনটি ক্লিক করুন। তাহলেই খুলে যাবে অ্যাপয়েন্টমেন্ট কনভারসেসন পেজটি। এরপর কনফার্ম বটনে ক্লিক করলেই অ্যাপ আপনাকে জানান দেবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা হলে অ্য়াপ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টটি ডাউলোডও করে নিতে পারেন।