এক্সপ্লোর
Cowin 2 App Registration: কী করে নাম নথিভুক্ত করবেন কোউইন অ্যাপে, জেনে নিন পুরো পদ্ধতি
কোউইন অ্যাপ
1/6

দেশজুড়ে শুরু তৃতীয় পর্যায়ের টিকাকরণ। ষাঠোর্ধ্ব ও কোমর্বিডিটি থাকলে, ৪৫ বছরের বেশি বয়সীদেরও দেওয়া হবে টিকা। ধাপে ধাপে জেনে নিন কীভাবে নাম নথিভুক্ত করবেন কোউইন অ্যাপে। মোবাইল বা কম্পিউটার, সব জায়গাতেই খুলবে কোউইন অ্যাপ
2/6

প্রথমে www.cowin.gov.in - এ লগ ইন করুন। এরপর নিজের মোবাইল নম্বরটি সঠিক জায়গায় এন্ট্রি করুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটিকে এন্ট্রি করলেই আপনার মোবাইলে বা ল্যাপটপে খুলে যাবে কোউইন অ্যাপটি।
Published at : 01 Mar 2021 10:53 PM (IST)
আরও দেখুন






















