এক্সপ্লোর
Holy Basil: বাড়িতে থাকলে তুলসী, উপকার হবে কী কী
সনাতন ধর্মে তুলসি গাছ সবচেয়ে পবিত্র গাছ বলে মনে করা হয়। তাই প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িতে দেখা মেলে। ধর্মীয় বিশ্বাস, বাড়িতে তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তি পাশাপাশি রোগের উপশমও হয়।
তুলসী (ছবি সৌজন্য-পিক্সাবে)
1/10

পুদিনা জাতীয় গোত্রের এই ছোট্ট গাছটিকে আর্য়ুবেদিক গুণের কারণে ইংরাজিতে একে হোলি বেসিল বলা হয়। সনাতন ধর্মের মানুষরা একে মা লক্ষ্মীর অংশ হিসেবেই পুজো করেন। সাধারণত হোলি বেসিল বা পবিত্র পুদিনা চার ধরনের হয়ে থাকে। (ছবি সৌজন্য- পিক্সাবে)
2/10

সাধারণত চার ধরনের তুলসী গাছের দেখা পাওয়া যায়। তারা হল রাম তুলসী, কৃষ্ণ তুলসী, ভানা তুলসী ও কাপুর তুলসী। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে সাধারণত এই ভেষজগুণ সম্পন্ন গাছ দেখতে পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই প্রতিটি বাড়িতে তুলসী গাছ পোঁতা ও তা রক্ষণাবেক্ষণের রেওয়াজ চলে আসছে। অনেকে একে স্বর্গ বা বিষ্ণুর আবাসস্থান বৈকুণ্ঠের প্রবেশদ্বার হিসেবেও মনে করে। এমনকী পুরো গাছের বিভিন্ন স্থানে নানা দেবতা বাস করেন বলেও ধর্মীয় বিশ্বাস (ছবি সৌজন্য- পিক্সাবে)
Published at : 27 May 2024 12:52 AM (IST)
আরও দেখুন






















